Neeraj Chopra - Milkha Singh: মিলখা সিং, পি টি ঊষাকে পদক উৎসর্গ নীরজের

Last Updated:

Neeraj Chopra dedicates gold medal to Milkha Singh . নীরজ জানিয়েছেন মিলখা বেঁচে থাকলে তিনি গিয়ে দেখা করে আসতেন। তিনি নিশ্চিত মিলখা সিং যেখানেই থাকুন তাঁকে দেখছেন

১৩০ কোটির মুখ উজ্জ্বল করেছেন তিনি। কিন্তু আজকে দাঁড়িয়েও অদ্ভুত শান্ত এবং বিনম্র। মাটির কাছাকাছি। জানিয়ে দিলেন এই পদক উৎসর্গ করছেন মিলখা সিং এবং পি টি ঊষাকে। রোম অলিম্পিকে মিলখা এবং মেলবোর্নে ঊষার হাত থেকে পদক ছিটকে গিয়েছিল মুহূর্তের ভুলে। সেই আক্ষেপ আজও বহন করে চলেন তাঁরা। কদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন মিলখা সিং। নীরজ জানিয়েছেন মিলখা বেঁচে থাকলে তিনি গিয়ে দেখা করে আসতেন। তিনি নিশ্চিত মিলখা সিং যেখানেই থাকুন তাঁকে দেখছেন।
advertisement
advertisement
নীরজ মনে করেন তাঁর এই পদক দেশের সেই সব অ্যাথলিটদের জন্য যাঁরা অল্পের জন্য অলিম্পিক পদক হাতছাড়া করেছিলেন। পাশাপাশি আগামীদিনে তিনি চান তাঁর এই সাফল্য দেখে উঠে আসুক পরবর্তী প্রজন্ম। যখন জাতীয় সংগীত বাজল, তখন নাকি সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল। মুখে বলে সেই আবেগ বর্ণনা করা সম্ভব নয় হরিয়ানার ছেলের পক্ষে।
advertisement
কিন্তু দুটো থ্র ৮৭ মিটার হওয়ার পর দুটো ফাউল কেন হল প্রশ্ন করলে তিনি জানান আজ অলিম্পিক রেকর্ড ভেঙে দিতে চেয়েছিলেন। তাই তৃতীয় এবং চতুর্থ থ্রও করার সময় বেশি জোর লাগিয়েছিলেন। জানতেন জার্মানির জোহানেস ভেটার ছাড়া আর কেউ খুব বেশি প্রতিদ্বন্দিতায় ফেলতে পারবেন না তাঁকে।
সেই জার্মান তারকা অর্ধেক পথেই ছিটকে যান। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেষ পাতে সোনা আসছে ভারতের। নীরজের মিলখা সিং- কে উৎসর্গ করার কথা শুনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন মিলখা সিংয়ের ছেলে জীব।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Neeraj Chopra - Milkha Singh: মিলখা সিং, পি টি ঊষাকে পদক উৎসর্গ নীরজের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement