#প্যারিস: রোলা গাঁরোয়ে নিজের ২৪তম গ্রান্ড স্লাম খেলতে নামছেন রাফায়েল নাদাল৷ প্রতিপক্ষ ডোমিনিক থিয়েম৷ এই প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে নাদালেন মুখোমুখি হবেন ডোমিনিক৷ এবার জিলতে ১১টি গ্রান্ড স্লামের মালিক হবেন নাদাল৷ তবে এই জয়েও তিনি ছুঁতে পারবেন না ফেডারারের রেকর্ড৷
আরও পড়ুন হরমনদের হারিয়ে মহিলাদের এশিয়া কাপ জিতল বাংলাদেশ
বয়স হচ্ছে তাঁর, এরপর শরীর কতটা সঙ্গ দেবে তাই নিয়ে সন্দিহান নাদাল৷ সেই কারণেই এবারে জেতাটা পাখির চোখ করেছেন তিনি৷ তবে ডোমিনিককে কোনভাবে হাল্কা নিতে পারছেন না নাদাল, কারণ অতীতে তাঁর বিরুদ্ধে খারাপ অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ রোলা গাঁরোর ক্লে কোর্টে নাদাল কতটা তাঁর পাওয়ার গেমের সাক্ষী রাখতে সক্ষম হন, সেটাই দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: French Open, French Open 2018, Grand Slam, Rafael Nadal