জাপানে ভারতের হয়ে পদক জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মীরাবাই চানু

Last Updated:

চানু জানিয়েছেন আমেরিকার সেন্ট লুইস অঞ্চলের বিখ্যাত স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ আরণ হরশিগের কাছে কাঁধ এবং কোমড়ের চোট সরিয়েছেন তিনি। টেকনিক এবং টাইমিং নিয়ে আলাদা অনুশীলন করেছেন

কয়েকদিনের মধ্যেই তাঁদের সঙ্গে যোগ দেবেন কোচিং স্টাফের আরেক সদস্য প্রমোদ শর্মা ও ফিজিও আলাপ জাভাদেকর। আসন্ন গেমসে ৪৯ কেজি বিভাগে অংশগ্রহণ করবেন চানু। এর আগে ২০১৬ রিও গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও ব্যর্থতাই সঙ্গী হয়েছিল তাঁর। তবে এবার দেশকে পদক এনে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। গত কয়েক বছর দারুণ ছন্দে রয়েছেন চানু। ২০১৭ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পাশাপাশি ২০১৮ কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে সফল হন তিনি।
advertisement
তারপর টোকিওতে ভালে ফল করার জন্য আমেরিকায় বিশেষ প্রশিক্ষণও সারেন চানু। এখন দেখার, মূল ইভেন্টে সেই প্রশিক্ষণ কতটা তাঁকে সাহায্য করে। উল্লেখ্য, এবারের অলিম্পিকসে দেশের হয়ে মোট ১১৯ জন অ্যাথলিট প্রতিনিধিত্ব করবেন। চানুর পাশাপাশি সেইলিং দল ইতিমধ্যেই টোকিওতে পৌঁছে গিয়েছে। এছাড়া বক্সার ও শ্যুটাররা যথাক্রমে ইতালি এবং ক্রোয়েশিয়ায় প্রস্তুতি সারছেন।
advertisement
advertisement
চানু জানিয়েছেন আমেরিকার সেন্ট লুইস অঞ্চলের বিখ্যাত স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ আরণ হরশিগের কাছে কাঁধ এবং কোমড়ের চোট সরিয়েছেন তিনি। টেকনিক এবং টাইমিং নিয়ে আলাদা অনুশীলন করেছেন। মনিপুরী অ্যাথলিট জানিয়েছেন এই মুহূর্তে সম্পূর্ণ ফিট তিনি।
চানুর পদক পাওয়ার লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী চিনের হোউ জিউই, আমেরিকার দেলা ক্রুজ, ইন্দোনেশিয়ার আইসা উইন্দি কন্টিকা। আজ পর্যন্ত চানুর সেরা স্নাচ ৮৮ কেজি। কিন্তু পদক পেতে গেলে এবার সবকিছু ছাপিয়ে যেতে হবে। ৪৯ কেজি বিভাগে তিনি বাজিমাত করতে পারেন কিনা সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জাপানে ভারতের হয়ে পদক জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মীরাবাই চানু
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement