লকডাউনে গাছ পরিচর্যায় ব্যস্ত শুটার মেহুলি! ক্যামেরার লেন্সে চোখ অলিম্পিয়ান জয়দীপের !

Last Updated:

এবার দেখা গেল শুটার মেহুলি ঘোষ কলকাতার ফ্ল্যাটে টবের গাছ পরিচর্যা করছেন।

#কলকাতা: করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। আম আদমি থেকে সেলিব্রিটি সবাই গৃহবন্দী। বাড়িতে রয়েছেন খেলোয়াড়রাও। সমস্ত খেলার জায়গা বন্ধ। এমনকি বন্ধ রয়েছে জিম, সুইমিংপুল। ফলে খেলোয়াড়দের ওয়ার্কআউট করতে হচ্ছে ঘরে বসে। অনেকেই বাড়ির কাজে হাত লাগিয়েছেন। কেউ ঘর মুচছেন, কেউ আবার বাগান চর্চায় ব্যস্ত। এবার দেখা গেল শুটার মেহুলি ঘোষ কলকাতার ফ্ল্যাটে টবের গাছ পরিচর্যা করছেন। বাড়ির বারান্দায় বসে টবে গাছ লাগানো থেকে জল দেওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখছেন কমনওয়েলথ গেমসে পদক জয়ী শুটার।
নিউটাউনে কোচ জয়দীপ কর্মকারের শুটিং অ্যাক্যাডেমি বন্ধ লকডাউনের জন্য। ফলে অনুশীলন করতে পারছেন না মেহুলি। কোচ জয়দীপ কর্মকারের পরামর্শ অনুযায়ী বাড়িতেই চলছে সিমুলেশন ট্রেনিং। মূলত শ্যাডো প্র্যাকটিস। বাড়িতে রাইফেল শুটিং করার জায়গা নেই মেহুলি ঘোষের। তাই প্রতিযোগিতার মতো করেই শ্যাডো অনুশীলন চলছে। প্রতিযোগিতার সময় পড়া জ্যাকেট ও সরঞ্জাম নিয়েই নির্দিষ্ট পজিশনে রেখে অনুশীলন চালাচ্ছেন মেহুলি।
advertisement
বাড়িতে নিজেকে ব্যস্ত রাখতে গান শোনা, বই পড়ার পাশাপাশি সিনেমা দেখছেন মেহুলি। লকডাউন উঠলে শুটিং রেঞ্জে অনুশীলনের নামতে চান তিনি। বাড়িতে সিমুলেশন ট্রেনিং চললেও পারফেকশন আনতে শুটিং রেঞ্জে নামা প্রয়োজন বলে মনে করেন মেহুলি।   অলিম্পিকে যোগ্যতা পাওয়ার জন্য অনুশীলন করেছিলেন মেহুলি ঘোষ। তবে আপাতত বাতিল সব টুর্নামেন্ট। এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। সে ক্ষেত্রে অলিম্পিক যোগ্যতা অর্জনের জন্য সময় পাবেন মেহুলি। কোচ জয়দীপ কর্মকারের মতে, "বিশ্বের সমস্ত শুটাররা এই সমস্যার সম্মুখীন। ফোকাস ঠিক থাকলে সমস্যা হবেনা মেহুলির। অলিম্পিকের জন্য নতুন সিলেকশন ট্রায়াল হবে। মেহুলি হাতে অনেকটা সময় থাকবে।" তবে আপাতত বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন বাংলার তরুণী শুটার। তবে সরকারি নির্দেশ মেনে নিজে যেমন গৃহবন্দী রয়েছেন। সাধারণ মানুষকে গৃহবন্দী থাকার আবেদন করছেন মেহুলি।
advertisement
advertisement
মেহুলির কোচ কাম মেন্টর জয়দীপ কর্মকারও নিজেকে নিউটনের ফ্ল্যাটে গৃহবন্দী রেখেছেন। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। টেলিফোনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন মেহুলি সহ সব ছাত্র-ছাত্রীদের। তবে রাইফেলের বদলে লকডাউনে জয়দীপ কর্মকারের হাতে উঠেছে ক্যামেরা। ফ্ল্যাটের জানালা দিয়ে ফটোগ্রাফি করতে ব্যস্ত লন্ডন অলিম্পিকে সাড়া জাগানো বাংলা এই শুটার। ছবি তোলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় কাটাচ্ছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত শুটার জয়দীপ কর্মকার।
advertisement
ERON ROY BURMAN 
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউনে গাছ পরিচর্যায় ব্যস্ত শুটার মেহুলি! ক্যামেরার লেন্সে চোখ অলিম্পিয়ান জয়দীপের !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement