‘আর এক বছর,তারপরে বিদায়’ ক্রিসমাসে নিজের অবসর ঘোষণা করে আবেগঘন পোস্ট লিয়েন্ডার পেজের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ক্রিসমাসের দিন দুঃখের খবর দিলেন লিয়েন্ডার
#কলকাতা : বয়স ৪৬, সাংবাদিক সম্মেলনে এলেই প্রশ্ন আর কতদিন? সেই প্রশ্নের উত্তর নিজেই হঠাৎ করে দিয়ে দিলেন লিয়েন্ডার পেজ ৷ ভারতের অন্যতম সর্বকালীন সেরা টেনিস প্লেয়ার পেজ ক্রিসমাসের দিনে নিজের অবসর নিয়ে এক আবেগঘন পোস্ট করলেন ৷ জানিয়ে দিলেন পেশাদার টেনিসে আর একটি বছর অর্থাৎ ২০২০ -তে শেষবার সার্কিটে দেখা যাবে পেজকে ৷
অবসর ঘোষণা লিয়েন্ডারের ,আগামী বছরই অবসর নিচ্ছেন লিয়েন্ডার পেজ ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অবসরের কথা ৷ ৩ দশকের কেরিয়ার শেষে অবসরের সিদ্ধান্ত ৷ অলিম্পিক গেমসে পদকজয়ী একমাত্র ভারতীয় টেনিস তারকা তিনি ৷
advertisement
১৯৯৬ সালের অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি ৷ শতাধিক ট্রফি জেতা লিয়েন্ডারের টেনিস কেরিয়ার শুরু ১৯৯১ সালে ৷ তারপর প্রায় ৩০ বছরের লম্বা টেনিস কেরিয়ারের নজির তাঁর ৷ পৃথিবীতে আর কোনও টেনিস প্লেয়ার যা করেননি তাই করেছেন তিনি , খেলেছেন ৭ টি অলিম্পিক্সে ৷ গ্র্যান্ডস্ল্যান জিতেছেন ১৮ টি ৷ তবে কেরিয়ারে নিঃসন্দেহে ওঠাপড়া এসেছে ৷ জিতেছেন ৪৪টি ডেভিসকাপ ম্যাচ ৷ সম্প্রতি ১৯ বছরের কেরিয়ারে প্রথমবার ১০০ -র থেকে এটিপি ক্রমতালিকায় নীচে নেমেছেন তিনি ৷
advertisement
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টটি রীতিমতো আবেগঘন ৷ ২০২০ তে শেষ ঘোষণার পাশাপাশি নিজের কেরিয়ারের জন্য একাধিক মানুষকে ধন্যবাদ জানিয়েছেন লি ৷ তাঁরা বাবা ভেস পেজ ও মা জেনিফার দু‘জনেই নিজের নিজের ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৷ তাঁদের উদ্দেশ্যে তিনি বলেছেন, "I want to thank my parents for their genetics, guidance, discipline, the environment they created and unconditional love they've always shown me throughout my life, I would not be who I am without your unstinting support and belief in me, I love you." যার অর্থ আমি আমার বাবা-মা ধন্যবাদ জানাতে চাই ৷ তাঁদের জিন- অনুশাসন, গাইডেন্স পথ দেখিয়েছে, আর বড় করেছে তাদের কোনও প্রতিদান না চেয়ে অপরিসীম ভালোবাসা ৷ তাঁদের বিশ্বাস না থাকলে এই পথ পেরোনো হত না এমনটাই বলতে চেয়েছেন লিয়েন্ডার ৷
advertisement
এদিকে নিজের দুই বোন ও মেয়ে আয়ানাকেও জানিয়েছেন ধন্যবাদ ৷ এছাড়া নিজের সমর্থকদের উদ্দেশ্যেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ নিজের পোস্টে লিখেছেন, "It is all of you who have inspired me to become me and I want to take this year to say ‘Thank You’ to you."
দেখে নিন লি-র সেই বিশেষ পোস্ট
advertisement
#OneLastRoar pic.twitter.com/WwALCVF5LO
— Leander Paes (@Leander) December 25, 2019
লিয়েন্ডারের কেরিয়ারের চড়াই উতরাইয়ের পথে বারবার সঙ্গী হয়েছে বিতর্ক, তবুও তা দূরে সরিয়ে বারবার নিজের ঔজ্জ্বল্য দুনিয়াকে দেখিয়েছেন কলকাতার ঘরের ছেলে ৷ নিঃসন্দেহে তাঁর অবসরের খবরে বিষন্নতা কাজ করছে টেনিসপ্রমীদের মধ্যে ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2019 10:59 PM IST


