মেয়েকে জন্মদিনে নিজের হাতে খাইয়ে দিলেন লিয়েন্ডার পেজ ! বললেন ভালবাসার গল্প !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মেয়ের জন্মদিনে একসঙ্গে সময় কাটাচ্ছেন পেজ।
#মুম্বই: টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেগ আজ তাঁর মেয়ে আইয়ানার জন্মদিনে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে মেয়ের জন্মদিনে একসঙ্গে সময় কাটাচ্ছেন পেজ। বাবা মেয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখানেই চলছে জন্মদিন সেলিব্রেশন।
নিজে হাতে জন্মদিনে মেয়েকে খাইয়ে দিচ্ছেন লিয়েন্ডার। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "শুভ জন্মদিন আমার ডারলিং। তোমাকে সব ভালবাসা আর খুশি দিলাম। পাপা তোমাকে ভালবাসে।" এই ছবি পোস্টের পর শেয়ার ও লাইকে ভরে গিয়েছে। এ ছবি যেন বাবা মেয়ের ভালবাসা ও স্নেহের কথাই বলছে। সকলের মন জয় করে নিলেন আইয়ানা ও লিয়েন্ডার।
advertisement
Happy Birthday my darling Aiyana.. Wishing you all the love and happiness. Papa loves you pic.twitter.com/uhRDNza8zk
— Leander Paes (@Leander) April 3, 2020
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2020 9:16 PM IST