#মুম্বই: টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেগ আজ তাঁর মেয়ে আইয়ানার জন্মদিনে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে মেয়ের জন্মদিনে একসঙ্গে সময় কাটাচ্ছেন পেজ। বাবা মেয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখানেই চলছে জন্মদিন সেলিব্রেশন।
নিজে হাতে জন্মদিনে মেয়েকে খাইয়ে দিচ্ছেন লিয়েন্ডার। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "শুভ জন্মদিন আমার ডারলিং। তোমাকে সব ভালবাসা আর খুশি দিলাম। পাপা তোমাকে ভালবাসে।" এই ছবি পোস্টের পর শেয়ার ও লাইকে ভরে গিয়েছে। এ ছবি যেন বাবা মেয়ের ভালবাসা ও স্নেহের কথাই বলছে। সকলের মন জয় করে নিলেন আইয়ানা ও লিয়েন্ডার।
Happy Birthday my darling Aiyana.. Wishing you all the love and happiness. Papa loves you pic.twitter.com/uhRDNza8zk
— Leander Paes (@Leander) April 3, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aiyana Paes, Birthday, Leander Paes