এশিয়ান গেমসের আগে ভারতীয় টেনিসে নয়া বিতর্ক, খোঁজ নেই লিয়েন্ডারের
Last Updated:
লিয়েন্ডার আর বিতর্ক ক্রমশ সমর্থক হয়ে যাচ্ছে ৷
#পালেমবাং : ফের লিয়েন্ডার পেজকে ঘিরে বিতর্ক ৷ এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে লিয়েন্ডারকে ঘিরে নানা ঘটনা ঘটে ৷ এবার এশিয়ান গেমসের আগে ফের নয়া বিতর্ক ৷ খুঁজেই পাওয়া যাচ্ছে না লিয়েন্ডার পেজকে ৷
জাকার্তা ও পালেমবাং-এ এশিয়ান গেমসে ইতিমধ্যেই ভারতীয় টেনিস দল ইতিমধ্যেই ইন্দোনেশিয়া পৌঁছে গেছে ৷ কিন্তু দলের সঙ্গে পৌঁছননি লিয়েন্ডার ৷ তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দলের কোচ ও অধিনায়ক জিশান আলি জানিয়েছেন, ‘‘ও কবে আসছে আমার কোনও ধারণা নেই ৷ একমাত্র ও নিজেই জানে ও কবে কী করবে ৷ শেষ যখন ওঁর সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন ও জানিয়েছিল সিনসিনাতি ওপেনে খেলে ও পালেমবাং -এ আসছে ৷ কিন্তু ও সিনসিনাতি ওপেনেও খেলছে না ৷ ’’
advertisement
রোহন বোপন্না ও দ্বিবিজ শরণ খুব সম্ভবত ডাবলস পার্টনার হবেন ৷ সেক্ষেত্রে পেজকে সুমিত নাগল বা রামকুমার রামনাথনের সঙ্গে পার্টনার হতে হবে লিয়েন্ডারকে ৷
advertisement
৪৫ -র লিয়েন্ডার শেষ ২০০৬ তে এশিয়ান গেমসে খেলেছেন ৷ তাঁর নামের পাশে ৫ টি সোনার পদক রয়েছে ৷ ওয়াকিবহাল মহলের ধারণা লিয়েন্ডার নিশ্চয় এশিয়ান গেমসের কেরিয়ার উজ্জ্বল ভাবে শেষ করতে চাইবেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2018 6:14 PM IST