Lee-Hesh On OTT: মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল দুই বন্ধুর! সেই লি-হেশ জুটি এবার ওয়েব সিরিজে

Last Updated:

ভারতীয় টেনিসের অন্যতম জনপ্রিয় জুটি লিয়েন্ডার-মহেশ এবার ওয়েব সিরিজে!

লি-হেশ। এই নামেই তাঁদের ভারতীয় টেনিস সার্কিট চেনে। একসময়ের বন্ধু তাঁরা। কোর্টের বাইরেও সেই বন্ধুত্ব ছিল অটুট। কিন্তু সেই বন্ধুত্বে আবার ছেদও পড়েছিল। লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির মুখ দেখাদেখিও বন্ধ হয়েছিল একটা সময়।
১৯৯৯ উইম্বলডন জয়। সেই জয়ই এই জুটিকে ভারতীয় টেনিসে অমর করে দিয়েছে। গত রবিবার সেই জয়ের ২২ বছ পূর্তি হয়েছে। ভক্ত থেকে শুরু করে সেলেব্রিটি, সবাই লি-হেশ জুটিকে সেই অসাধারণ জয়ের জন্য আরও একবার অভিনন্দন জানিয়েছিলেন। ১৯৯৯ উইম্বলডন জয়। সেই জয়ই এই জুটিকে ভারতীয় টেনিসে অমর করে দিয়েছে। গত রবিবার সেই জয়ের ২২ বছ পূর্তি হয়েছে। ভক্ত থেকে শুরু করে সেলেব্রিটি, সবাই লি-হেশ জুটিকে সেই অসাধারণ জয়ের জন্য আরও একবার অভিনন্দন জানিয়েছিলেন।
advertisement
১৯৯৯ সালে ফরাসী ওপেনেও জয় পেয়েছিল লি-হেশ জুটি। তার পর উইম্বলডন। প্রথম ভারতীয় জুটি হিসাবে উইম্বলডনে জয় পেয়েছিল সেই জুটি। তার পর অবশ্য তাঁদের সম্পর্কে অনেক টানাপোড়েন হয়েছে। শেষ পর্যন্ত ওয়েব সিরিজ আবার দুই বন্ধুকে এক করছে। ১৯৯৯ সালে ফরাসী ওপেনেও জয় পেয়েছিল লি-হেশ জুটি। তার পর উইম্বলডন। প্রথম ভারতীয় জুটি হিসাবে উইম্বলডনে জয় পেয়েছিল সেই জুটি। তার পর অবশ্য তাঁদের সম্পর্কে অনেক টানাপোড়েন হয়েছে। শেষ পর্যন্ত ওয়েব সিরিজ আবার দুই বন্ধুকে এক করছে।
advertisement
advertisement
গত রবিবারই চমক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন লিয়েন্ডার ও মহেশ। এবার জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে লি-হেশের সাফল্য়ের কাহিনী। এমনকী তাঁদের সম্পর্কের কিছু দিকও তুলে ধরা হবে ওয়েব সিরিজের মাধ্যমে। গত রবিবারই চমক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন লিয়েন্ডার ও মহেশ। এবার জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে লি-হেশের সাফল্য়ের কাহিনী। এমনকী তাঁদের সম্পর্কের কিছু দিকও তুলে ধরা হবে ওয়েব সিরিজের মাধ্যমে।
advertisement
পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি ভারতীয় টেনিসের দুই মহাতারকার গল্প বলবেন। এই জুটির ব্যাপারে আরও কিছু চমক অপেক্ষা করে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক। পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি ভারতীয় টেনিসের দুই মহাতারকার গল্প বলবেন। এই জুটির ব্যাপারে আরও কিছু চমক অপেক্ষা করে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lee-Hesh On OTT: মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল দুই বন্ধুর! সেই লি-হেশ জুটি এবার ওয়েব সিরিজে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement