Lee-Hesh On OTT: মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল দুই বন্ধুর! সেই লি-হেশ জুটি এবার ওয়েব সিরিজে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ভারতীয় টেনিসের অন্যতম জনপ্রিয় জুটি লিয়েন্ডার-মহেশ এবার ওয়েব সিরিজে!
লি-হেশ। এই নামেই তাঁদের ভারতীয় টেনিস সার্কিট চেনে। একসময়ের বন্ধু তাঁরা। কোর্টের বাইরেও সেই বন্ধুত্ব ছিল অটুট। কিন্তু সেই বন্ধুত্বে আবার ছেদও পড়েছিল। লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতির মুখ দেখাদেখিও বন্ধ হয়েছিল একটা সময়।
১৯৯৯ উইম্বলডন জয়। সেই জয়ই এই জুটিকে ভারতীয় টেনিসে অমর করে দিয়েছে। গত রবিবার সেই জয়ের ২২ বছ পূর্তি হয়েছে। ভক্ত থেকে শুরু করে সেলেব্রিটি, সবাই লি-হেশ জুটিকে সেই অসাধারণ জয়ের জন্য আরও একবার অভিনন্দন জানিয়েছিলেন।advertisement
১৯৯৯ সালে ফরাসী ওপেনেও জয় পেয়েছিল লি-হেশ জুটি। তার পর উইম্বলডন। প্রথম ভারতীয় জুটি হিসাবে উইম্বলডনে জয় পেয়েছিল সেই জুটি। তার পর অবশ্য তাঁদের সম্পর্কে অনেক টানাপোড়েন হয়েছে। শেষ পর্যন্ত ওয়েব সিরিজ আবার দুই বন্ধুকে এক করছে।advertisement
advertisement
গত রবিবারই চমক দেওয়ার কথা ঘোষণা করেছিলেন লিয়েন্ডার ও মহেশ। এবার জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে লি-হেশের সাফল্য়ের কাহিনী। এমনকী তাঁদের সম্পর্কের কিছু দিকও তুলে ধরা হবে ওয়েব সিরিজের মাধ্যমে।advertisement
পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি ভারতীয় টেনিসের দুই মহাতারকার গল্প বলবেন। এই জুটির ব্যাপারে আরও কিছু চমক অপেক্ষা করে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক।লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2021 7:27 PM IST

