ফাইনাল কাউন্টডাউন শুরু হকি বিশ্বকাপের , দেশের মাটিতে কি হারানো গর্ব ফিরে পাবে ভারত

Last Updated:
#ভুবনেশ্বর: হকি বিশ্বকাপের আসর বসছে ভারতে ৷  ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে  ৷ ১৪তম হকি বিশ্বকাপ শুরু হবে ২৮ নভেম্বর ভুবনেশ্বরে ৷
উদ্বোধনের দিনে প্রথম ম্যাচ খেলবে বেলজিয়াম ও কানাডা ৷ এদিনের দ্বিতীয় ম্যাচে নামবে আয়োজক ভারত ৷ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷ ২৮ নভেম্বর এই ম্যাচ খেলবে ভারত ৷
ভারতের পরের ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে ডিসেম্বরের ২ তারিখে ৷ ডিসেম্বরের ৮ তারিখ কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ৷
advertisement
Hockey World Cup-Men
advertisement
ক্রস ওভার খেলা হবে ১০ ও ১১ তারিখ ৷ কোয়ার্টার ফাইনাল খেলা হবে ১২  ও ১৩ তারিখ হবে ৷ ডিসেম্বরের ১৫ তারিখ পরপর হবে দুটি সেমিফাইনাল ৷ আর ফাইনাল হবে ডিসেম্বরের ১৬ তারিখ ৷
এদিকে এবারের টুর্নামেন্টে নিজেদের হৃত গৌরব ফিরে পেতে মরিয়া ভারত ৷১৯৭১, ১৯৭৩, ও ১৯৭৫ সালে হকি বিশ্বকাপে পদক নিয়ে ফিরেছিল ভারত ৷ তারমধ্যে সোনাও রয়েছে ৷ কিন্তু এরপরে ক্রমশই পিছিয়েছে ভারতীয় হকি ৷ ২০১৪ বিশ্বকাপেও নবম হয়েছিল ভারত ৷
advertisement
CUP TALES
তবে এবার বিশ্বকাপে সেই পরিসংখ্যান বদলানোর ভাবনায় ভারত ৷ হকি বিশ্বকাপ সবচেয়ে বেশিবার ঘরে তুলেছে পাকিস্তান ৷ মোট চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা ৷ এছাড়া নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ৩ বার করে খেতাব পেয়েছে এবং জার্মানি ২ বার চ্যাম্পিয়ন হয়েছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনাল কাউন্টডাউন শুরু হকি বিশ্বকাপের , দেশের মাটিতে কি হারানো গর্ব ফিরে পাবে ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement