Kamalpreet Kaur|| Tokyo Olympics 2020-র মঞ্চে জোরালো থ্রো, ডিসকাস থ্রো-তে হলেন ষষ্ঠ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দারুণ পারফরম্যান্সকে কুর্নিশ করছেন সকলে, তবে পদক অধরা কমলপ্রীত কৌরের৷
#টোকিও: কমলপ্রীত কৌরমহিলাদের ডিসকাস থ্রো-তে শেষ করলেন ষষ্ঠ স্থানে৷ নিজের ফাইনালে সেরা অ্যাটেম্পটে ছোঁড়েন ৬৩.৭০৷ মহিলাদের ডিসকাস থ্রোতে ফাইনালে চমৎকার শুরু করেন৷ তিনি ৬১.৬২ মিটার প্রথম প্রচেষ্টায় ছোঁড়েন৷ তবে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ফাউল করেন৷ তারপর খেলা বৃষ্টির কারণে কিছুক্ষণ স্থগিত হয়ে যায়৷ তৃতীয় চেষ্টায় তিনি ৬৩.৭০ মিটার ছোঁড়েন৷ যাতে ফাইনাল থেকে বার না হয়ে যান তারজন্য এটা তার দরকার ছিল৷ চতুর্থ থ্রোতে ফের তিনি ফাউল করেন৷ তবে পঞ্চম থ্রোতে তিনি ৬১,৩৭ মিটার ছোঁড়েন৷ নিজের ফাইনাল অ্যাটেম্পটে ফের একটি ফাউল করেন তিনি৷ ষষ্ঠ হয়ে শেষ করেন তিনি৷
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী সোনার পদক পান৷ জার্মানির ডিসকাস থ্রোয়ার রুপো এবং কিউবার প্রতিযোগী ব্রোঞ্জ পান৷
Watch Kamalpreet Kaur live in action on @ddsportschannel in a thrilling women's discus throw final at 4:30 PM (IST) today.
Send in your wishes and messages for her with #Cheer4India #Athletics #Tokyo2020 #Olympics #KamalpreetKaur pic.twitter.com/7v3Aa6rspk — SAIMedia (@Media_SAI) August 2, 2021
advertisement
advertisement
ইকুয়েস্ট্রিয়ানে ভারতের ফওয়াদ মির্জা ২৩ তম হয়ে শেষ করেন৷ নিজের ব্যক্তিগত জাম্পিং ইভেন্টে এটা করেন তিনি৷ এদিকে সোমবার সকালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ভারতের মহিলা হকি দল অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে পৌঁছয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2021 7:41 PM IST

