#নিউ ইয়র্ক: র্যাঙ্কের বিচারে দু’জনের মধ্যে আকাশ-পাতল তফাৎ ৷ ভারতীয় টেনিস খেলোয়াড় হলেও তাঁর নাম অনেকেই হয়তো শোনেন নি ৷ কিন্তু প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেই চমকে দিলেন ভারতের সুমিত নাগাল ৷ কারণ ম্যাচে তাঁর প্রতিপক্ষের নাম ছিল রজার ফেডেরার ৷
হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-৬, ৬-১, ৬-২, ৬-৪ সেটে হারলেও প্রথম সেটেই ফেডেরারকে হারিয়ে চমকে দিয়েছিলেন সুমিত ৷ এর পরের তিনটি সেট অবশ্য জিতে ম্যাচ জিতে নেন ফেডেরার ৷ এটিপি টেনিস র্যাঙ্কিংয়ে সুমিত নাগাল রয়েছেন ১৯০ নম্বরে ৷ অন্যদিকে ফেডেরারের র্যাঙ্ক তিন ৷ ব্রাজিলের জাও মেনেনজেসকে হারিয়ে সবথেকে কম বয়সী ভারতীয় হিসাবে ইউএস ওপেনে আত্মপ্রকাশ ঘটে সুমিতের ৷ আর আবির্ভাবেই চমকে দিলেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Roger Federer, Sumit Nagal, US Open