NBA India Games: স্যাক্রামেন্টো কিংসকে হারিয়ে ভারতের মাটিতে প্রথম NBA ম্যাচে জয় ইন্ডিয়ানা পেসারের
Last Updated:
ভারতের মাটিত প্রথম এনবিএ ম্যাচের আনন্দ নিলেন দর্শকরা
#মুম্বই: ভারতের মাটিত প্রথম এনবিএ ম্যাচের আনন্দ নিলেন দর্শকরা ৷ শুক্রবার মুম্বইতে বসেছিল প্রথম এনবিএ ম্যাচের আসর ৷ মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ানা পেসারস ও স্যাক্রামেন্টো কিংস ৷ সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইতে ১৩২ -১৩১ এ জিতল ইন্ডিয়ানা পেসার ৷
সামনের মরশুমের আগে এটা NBA -র প্রি সিজন গেম ৷ নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১১৮-১১৮ ৷ এক্সট্রা ৫ মিনিটে খেলার ফলাফল নির্ধারিত হয় ৷
advertisement
পেসাররা ম্যাচে পিছিয়ে থাকলেও এক্সট্রা টাইমে বাজিমাত করে যান ৷ কিংসদের জন্য শেষ মুহূর্তে মারভিন বাগলে টু পয়ন্টার (মোট ১২ পয়েন্ট) -ও ম্যাচ তাদের জেতানোর জন্য যথেষ্ট ছিল না ৷ অন্যদিকে ইন্ডিয়ানা পেসারজের জন্য টি ওয়ারেনের (মোট ৩০ পয়েন্ট ) ৩ পয়েন্টার ম্যাচ জিতেয়ে দেয় ৷ এছাড়াও এদিনের জয়ে হ্যারিসন বারনেসের (মোট ২১ পয়েন্ট ) শেষ মুহূর্তের দু‘পয়েন্টও বড় ভূমিকা নেয় ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2019 9:58 AM IST

