Tokyo olympics 2020 Live Updates: বক্সিংয়ে পদকের আশা! কোয়ার্টার ফাইনালে সুপার হেভিওয়েট বক্সার সতীশ কুমার

Last Updated:

জামাইকার রিকার্ডো ব্রাউনকে ৪-১-এ হারিয়ে টোকিও অলিম্পিক্সের সুপার হেভিওওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সতীশ কুমার।

#টোকিও: অলিম্পিক্সের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বক্সিংয়ে তাক লাগালেন ভারতের সতীশ কুমার। টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় বক্সার হিসাবে কোনও লড়াই জিতলেন তিনি। জামাইকার রিকার্ডো ব্রাউনকে ৪-১-এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সতীশ{ বুলন্দশহরের 32 বছর বযসী বক্সার আর একটা লড়াই জিতলেই পদক পাকা{ এদিন রাউন্ড অফ সিক্সটিন ম্য়াচে দুরন্ত পারফর্ম করেন সতীশ। রিকার্ডো ও সতীশ, দুজনেরই অলিম্পিক্সে অভিষেক ম্যাচ। ব্রাউনের খারাপ ফুটওয়ার্কের জেরে এদিন কয়েকটি পয়েন্ট পেয়েছেন সতীশ। তবে ব্রাউনের একটি জোড়ালো পাঞ্চ সতীশকে প্রায় ধরাশায়ী করেছিল। কোনওরকমে সামলে আবার লড়াইয়ে ফেরেন ভারতীয় বক্সার।
advertisement
advertisement
অল্পের জন্য ২০১৬ রিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি সতীশ। যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে ছিটকে যান। তবে এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফায়ারে ব্রোঞ্জ জিতে তিনি টোকিওর টিকিট পাকা করেছিলেন। অন্যদিকে, ১৯৯৬ সালের পর থেকে আর কোনও জামাইকান বক্সার অলিম্পিক্সের রিংয়ে নামতে পারেননি। এবার উদ্বোধনী অনুষ্ঠানে টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে জামাইকার পতাকাবাহক হয়েছিলেন রিকার্ডো ব্রাউন। তবে আপাতত প্রথম ম্য়াচেই ভারতীয় বক্সারের কাছে বিধ্বস্ত তিনি। রাউন্ড অফ সিক্সটিন-এ সতীশ স্প্লিট ডিসিশন-এর হিসাবে ৪-১ ব্যবধানে জামাইকান বক্সারকে এদিন হারিয়ে দিয়েছেন। কোয়ার্টার ফাইনালে এবার উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে খেলবেন সতীশ কুমার। জালোলভ কঠিন প্রতিপক্ষ। তবে তাঁর বিরুদ্ধে জিতলেই সতীশের টোকিওয় পদক জয় পাকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo olympics 2020 Live Updates: বক্সিংয়ে পদকের আশা! কোয়ার্টার ফাইনালে সুপার হেভিওয়েট বক্সার সতীশ কুমার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement