INDvARG: ক্রিকেটের দেশে এবার হকির হুঙ্কার! অলিম্পিক চ্যাম্পিয়নদের হারাল ভারত

Last Updated:

এই জয় কার্যত ছিনিয়ে নিয়েছে ভারতীয় হকি দল।

#বুয়েনস আইরেস: ক্রিকেট নিয়ে মাতামাতি। আর ফুটবলের দাপাদাপি। এর মধ্যেই যেন গুটিয়ে গিয়েছে দেশের ক্রীড়াজগত। তবে ক্রিকেট, ফুটবলের দেশে হকিও যেন পিছিয়ে থাকতে রাজি নয়। অনেকদিন পর ভারতীয় হকি দল বড় কিছু করে দেখাল। অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাল ভারতীয় হকি দল। আর্জেন্টিনা সফরে গিয়েছে ভারতের পুরুষ হকি দল। প্রথম প্র্যাকটিস ম্যাচে আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়নকে ৪-৩ গোলে হারালেন শৈলেন্দ্র লাকরা, পিআর শ্রীজেশরা। এই জয় ভারতীয় হকির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিন্দুকেরা অজুহাত দিতে পারেন প্র্যাকটিস ম্যাচ বলে। প্রস্তুতি ম্যাচ হলেও আর্জেন্টিনা দল পুরো শক্তি নিয়েই নেমেছিল। এমনকী ভারতীয় দলকে এক ইঞ্চি জমি ছাড়েনি তাঁরা। এই জয় কার্যত ছিনিয়ে নিয়েছে ভারতীয় হকি দল।
বুয়েনস আইরেসে প্রথম প্র্যাকটিস ম্যাচে ভারতের হয়ে গোল নীলকান্ত শর্মা, হরমনপ্রিত সিং, রূপিন্দর পাল সিং ও বরুণ বরুণ কুমার গোল করেছে। প্রথম কোয়ার্টারে দুই দলই রক্ষণাত্মক কায়দায় খেলছিল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় দল একের পর এক আক্রমণ শাণাতে থাকে। শৈলেন্দ্র লাকরার পাস থেকে নীলকান্ত শর্মা ১৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন। এর পর ২৮, ৩৩ ও ৪৭ মিনিটে গোল করেন হরমনপ্রিত, রূপিন্দর ও বরুণ। প্রথম গোল পাওয়ার পরই যেন আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ভারতীয় হকি দলের খেলোয়াড়দের। তবে এরই মাঝে আর্জেন্টিনা পেনাল্টি কর্নার পায়। দুর্দান্ত সেভ দেন ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ।
advertisement
দিলপ্রীত সিং পেনাল্টি কর্নার আদায় করেন। সেই কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রিত। ভারত তখন ২-০ এগিয়ে। তবে তৃতীয় কোয়ার্টারে ফিরে আসে আর্জেন্টিনা হকির জৌলুস। ড্র্যাগ ফ্লিকার লিয়েড্রো তালিনী পেনাল্টি থেকে গোল করেন। রূপিন্দর পাল সিং ফের পেনাল্টি থেকে গোল করে ভারতকে ৩-১ এগিয়ে দেন। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় ও তৃতীয় গোল মসিও কোসলা ও লিয়েড্রো তালিনী। ৮ এপ্রিল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে নামবে ভারত ও আর্জেন্টিনা। ঘরের মাঠে প্রথম ম্যাচে ভারতের কাছে হার যেন হজম করতে পারছে না আর্জেন্টিনার হকি টিম। দ্বিতীয় ম্যাচে তারা মরণ কামড় বসাতে চাইবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
INDvARG: ক্রিকেটের দেশে এবার হকির হুঙ্কার! অলিম্পিক চ্যাম্পিয়নদের হারাল ভারত
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement