Hockey India commonwealth games : করোনা বিধির কারণে কমনওয়েলথ খেলবে না ভারতীয় হকি দল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Indian hockey team will not participate in Birmingham commonwealth games. কিছু দিন আগেই ভারতের টিকাকরণকে বাতিল করে দেয় ইংল্যান্ড। ভারত থেকে ইংল্যান্ডে গেলে ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকতে হবে বলে জানিয়ে দেয় বরিস জনসন সরকার।ইংল্যান্ডে করোনা সংক্রমণের কারণে খেলতে যেতে রাজি নয় তারা
কিছু দিন আগেই ভারতের টিকাকরণকে বাতিল করে দেয় ইংল্যান্ড। ভারত থেকে ইংল্যান্ডে গেলে ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকতে হবে বলে জানিয়ে দেয় বরিস জনসন সরকার। কিছুদিন আগে ছেলেদের যুব বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল ইংল্যান্ড। আগামী মাসে ভুবনেশ্বরে হওয়ার কথা ছিল সেই প্রতিযোগিতা। এবার যেন ইংল্যান্ডকে যেন বার্তা দিল ভারত।টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল। ভারতীয় হকির প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিঙ্গমবাম ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট নরেন্দ্র বাটরাকে বার্মিংহামে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।
advertisement
ভারতীয় হকি দল জানিয়েছে আগামী বছর ৩২ দিনের ব্যবধানে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস। সেই সময় ইংল্যান্ডে করোনার মাঝে ভারতীয় দলকে পাঠাতে রাজি নয় হকি ইন্ডিয়া। আগামী বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নেই ভারতীয় হকি দল। ইংল্যান্ডে করোনা সংক্রমণের কারণে খেলতে যেতে রাজি নয় তারা। ভারত থেকে ইংল্যান্ডে গিয়ে অন্য দেশের থেকে বেশি কঠিন নিভৃতবাসে থাকতে হচ্ছে।
advertisement
advertisement
সেই কারণেই সেই দেশে যেতে রাজি নয় ভারতীয় দল। টোকিও অলিম্পিকে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় হকি দল। ৪১ বছর পর পদক জিতেছিল মনদীপ, মনপ্রীত, দিলপ্রীত, হার্দিকরা। জার্মানির বিরুদ্ধে রোমহর্ষক ম্যাচ ভোলা সম্ভব নয় হকি প্রেমীদের।
দু'দিন আগেই অবসর ঘোষণা করেছেন ভারতীয় হকি ডিফেন্ডার রুপিন্দার পাল সিং এবং বীরেন্দ্র লাকরা। সব মিলিয়ে সিনিয়ার এবং জুনিয়র কম্বিনেশন এই মুহূর্তে দলে দেখার মত। আগামী দিনে এই দলটা আরও অনেক ইতিহাস তৈরি করবে সে ব্যাপারে নিশ্চিত দেশের প্রাক্তন হকি তারকারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2021 12:09 AM IST

