#ওভাল: ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে ওভালে হচ্ছে চতুর্থ টেস্ট চলছে৷ ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (KL Rahul) আর চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) চমৎকার ব্যাটিং পারফরম্যান্স দিয়েছেন৷ তিন ক্রিকেটারের দাপুটে ব্যাটিং ভারতীয় ফ্যানরা খুশি৷ রোহিত ১২৭ রান করেছেন৷ রাহুল ৪৭ রান ও চেতেশ্বর পূজারা ৬১ রান করেছেন৷ এই ত্রয়ীর ব্যাটিং পারফরম্যান্সের জেরেই তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ৩ উইকেটে ২৭০ রান করেছে৷
পূজারা ইংলিশ বোলারদের বেশ নাকাল করেছেন৷ ইংল্যান্ডের পেসার ক্রেগ ওবারটন পূজারার ওপর চাপ বাড়াতে নানারকম চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই সাফল্য পাচ্ছিলেন না৷ পূজারার ব্যাটিং দেখে ওবারটন নিজের মেজাজের ওপরও নিয়ন্ত্রণ হারাচ্ছিলেন৷ ৪৯ ওভারে তিনি নিজের ভিতরে জমে থাকা রাগ বাইরে বার করে দেন৷ সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ গতিতে ভাইরাল (Viral Video) ৷
#IndvsEng Overton do not mess with him.. he will make you to ball for 2 days !! 🤤 Agressive pujara pic.twitter.com/GcY07rxT0o
— shivam shrivastav (@shivams70901101) September 4, 2021
পূজারা ওবারটনের বল ব্যাকফুটে দুটি দারুণ চার মারেন৷ এতে আরও রেগে ়যান তিনি৷ এরপর চতুর্থ বলে যা হয়েছে তাতে পরিষ্কার ইংল্যান্ডের প্লেয়ারদের নার্ভের ওপর কিরকম চাপ ছিল৷ ওবারটন সোজা বল করেন, তাতে পূজারা শানদার ডিফেন্স করেন৷
ওবারটন ফিরতি বল আটকান তারপর বল তুলে এরকম করেন যেন এবার বলটা দিয়ে পূজারাকে মেরেই দেবেন৷ এভাবে উনি পূজারাকে ভয় দেখানোর চেষ্টা করেন৷ এইভাবে বল করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল নিন্দার শিকার হয়েছেন৷ তাঁকে ব্যাপকভাবে ট্রোল করা হচ্ছে৷ ওবারটন একের পর এক বাউন্ডারি খেয়ে ভীষণই অখুশি ছিলেন , আর এদিন পূজার বড় শট না খেলার মুডে ছিলেন না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cheteswar Pujara, Ind vs Eng, Indian Cricket Team, Viral Video