India vs Australia: মেলবোর্নে বুমরাহ-অশ্বিনদের দাপটে অস্ট্রেলিয়া শেষ ১৯৫ রানে, ভারত ১ উইকেটে ৩৬
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ব্যাট করতে নেমে শুরুতেই ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷
অস্ট্রেলিয়া: ১৯৫ (৭২.৩ ওভার)
ভারত: ৩৬/১ (১১ ওভার)
প্রথম দিনের খেলা শেষে স্কোর
advertisement
#মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ১৯৫ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এমসিজিতে এদিন একেবারেই সুবিধা করে উঠতে পারেননি অজি ব্যাটসম্যানরা ৷ বুমরাহ-অশ্বিনদের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস স্থায়ী হল ৭২.৩ ওভার ৷ অভিষেক ম্যাচে নজর কাড়লেন পেসার মহম্মদ সিরাজও ৷ ১৫ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷ অন্যদিকে বুমরাহের ঝুলিতে ৪ উইকেট এবং অশ্বিন পেয়েছেন ৩টি উইকেট ৷ একটি উইকেট জাদেজার ৷
advertisement
💥 Jasprit Bumrah 4/56 💥 R Ashwin 3/35
Ravindra Jadeja claims Pat Cummins' wicket to bowl Australia out for 195! What a performance from the India bowlers 🙌#AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/ZsrVLMTJdp — ICC (@ICC) December 26, 2020
দিনের প্রথম সেশনেই ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া। জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০), স্টিভ স্মিথ (০) ফিরেছিলেন দ্রুত। এরপর ক্যাঙারুদের ইনিংস টানছিলেন লাবুশানে-হেড জুটি ৷ কিন্তু সিরাজের বলে লাবুশানে (৪৮) এবং বুমরাহের বলে ট্র্যাভিস হেড (৩৮) রান করে আউট হতেই ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ৷ চা বিরতির পর মাত্র ৫৯ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
advertisement
Mitchell Starc strikes in the first over 🔥
Mayank Agarwal is out for a duck!#AUSvIND pic.twitter.com/KuDOuShCU1 — ICC (@ICC) December 26, 2020
ব্যাট করতে নেমে ভারতও শুরুতেই ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ৷ কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷ দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান ৷ ২৮ রানে ব্যাট করছেন এই ম্যাচে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার শুভমান গিল ৷ পূজারা অপরাজিত ৭ রানে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2020 11:52 AM IST

