‘আমি জায়েরা ওয়াসিম নই, আমাকে কেউ হুমকি দিতে আসবেন না..’ জবাব ববিতা ফোগাটের

Last Updated:

ববিতার এই ট্যুইটের পর থেকেই তাঁর দিকে ধেয়ে আসে নানা হুমকি ৷ কেউ কেউ অশ্লীল গালিগালাজ করতেও ছাড়েননি তাঁকে ৷

#গুরুগ্রাম: ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ গোটা দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩ মে পর্যন্ত ৷ মারণ ভাইরাসই এখন গোটা বিশ্বের একমাত্র আতঙ্ক ৷ কবে আবার সব ঠিক হবে ৷ সুস্থ জীবনযাপন করবে মানুষ ৷ সে সম্পর্কে কারোরই কোনও সঠিক ধারণা নেই ৷ এই মুহূর্তে গোটা বিশ্বের মতো ভারতও লড়ছে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে ৷ কিন্তু এর মধ্যেও যে কিছু কিছু মানুষ নিজেদের ‘স্বভাব’ বদলাতে পারেন না ৷ তার ভাল উদাহরণ কমনওয়েলথ গেমসে দেশের সোনাজয়ী কুস্তিগীর ববিতা ফোগাট ৷ তাঁর ট্যুইটেই ধরা পড়েছে তাঁর ‘মুসলিম বিদ্বেষী’ মনোভাব ৷ যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া !
সব বিতর্কের সূত্রপাত একটি ট্যুইটে ৷ ববিতা ট্যুইটে লিখেছিলেন, ‘‘ করোনা ভাইরাস সমস্যা এখনও ভারতের দ্বিতীয় সমস্যা ৷ আসল সমস্যা এখনও ‘জাহিল জামাতি’-রাই ’’৷
advertisement
advertisement
ববিতার এই ট্যুইটের পর থেকেই তাঁর দিকে ধেয়ে আসে নানা হুমকি ৷ কেউ কেউ অশ্লীল গালিগালাজ করতেও ছাড়েননি তাঁকে ৷ ভারতীয় কুস্তিগীরও অবশ্য দমবার পাত্র নয় ৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জবাব দিয়েছেন নিজস্ব কায়দাতেই ৷ ববিতার সাফ জবাব, তিনি অভিনেত্রী জায়েরা ওয়াসিম নন ৷ যে শুধুমাত্র ধর্মের নামে হুমকি দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে ৷ তিনি দমে যাওয়ার পাত্র একেবারেই নন ৷ তিনি নিজের মন্তব্যে এখনও অনড় ৷ কারণ তিনি কোনও ভুল কথা বলেন নি ৷ উল্টে ববিতা প্রশ্ন ছোঁড়েন, ‘‘নিজামুদ্দিনের তবলিঘি জামাতের জমায়েতের পরেই কি দেশে বাড়েনি করোনা আক্রান্তের সংখ্যা ? তাহলে নিজেরাই আপনারা বলুন দোষী কারা ?’’
advertisement
প্রসঙ্গত, বলিউডের অভিনেত্রী জায়েরা ওয়াসিম ধর্মীয় ফতোয়ার জন্যই সিনেমায় অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন ৷ কিন্তু সেই পথে যে ববিতা হাঁটবেন না, তা পরিষ্কার করে দিয়েছেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘আমি জায়েরা ওয়াসিম নই, আমাকে কেউ হুমকি দিতে আসবেন না..’ জবাব ববিতা ফোগাটের
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement