অলিম্পিক্সে হকিতে সোনা জয়, অন্যতম কান্ডারী কেশব দত আজও ব্যস্ত সোনালি দিনের স্মৃতিচারণে
Last Updated:
মনের কোণে আজও উজ্জ্বল সেই সব স্বর্ণযুগের স্মৃতি।
#কলকাতা: ১৯৪৮, ১৯৫২। স্বাধীনতার পর অলিম্পিকে ভারতের পর পর দুবার সোনাজয়। সেই জয়ের অন্যতম কান্ডারী কেশব দত্। আগামী সোমবার মোহনবাগানরত্ন পাচ্ছেন তিনি। কেমন আছেন ৯৩ বছর বয়সী এই হকি কিংবদন্তী। খোঁজে নিউজ এইটিন বাংলা।বয়স ৯৩। ছেলে মেয়ে বাইরে থাকে। কলকাতার অজয়নগরের একটি ফ্ল্যাটে পরিচারিকার ভরসাতেই কাটে দিন। দৃষ্টি ঝাপসা হলেও হকি বা টেনিস হলে এখনও টিভিতে চোখ রাখেন হকি কিংবদন্তী কেশব দত। ....১৯৪৮ সালে লন্ডন, ১৯৫২ সালে হেলশিনকি অলিম্পিক। স্বাধীনতার পরপর দুই অলিম্পিকে হকিতে সোনা জয় করে ভারত। সেই দলেই হাফব্যাক পজিশনে খেলতেন জীবন্ত কিংবদন্তি কেশব দত। মনের কোণে আজও উজ্জ্বল সেই সব স্বর্ণযুগের স্মৃতি।
ধ্যানচাঁদের আশীর্বাদ পেয়েছেন। বন্ধু ছিলেন লেসলি ক্লডিয়াস। অলিম্পিয়ানের স্মৃতিচারণে উঠে এল সেই সব কথাও।১৯৫১ থেকে ১৯৬০ সাল পর্যন্ত মোহনবাগানেই হকি খেলেছেন কেশব। ক্যাপ্টেন হিসাবেও এনে দিয়েছেন বেশ কিছু ট্রফি। ক্যালকাটা হকি লিগ, বেটন কাপের তাঁর কৃতিত্ব মনে রেখেছে মোহনবাগান। আগামী সোমবার মোহনবাগান রত্ন পাচ্ছেন কেশব দত। কিন্তু এখন আর হকি খেলে না মোহনবাগান। দেশেও কমেছে হকির চর্চা। তা নিয়ে রীতিমত আক্ষেপ কিংবদন্তির।
advertisement
স্বাধীনতার পর কঠিন সময়ে দেশকে সাফল্য এনে দিয়েছেন। অলিম্পিকে এনে দিয়েছেন সোনা। তবে বিশেষ স্বীকৃতি দেয়নি সরকার। সেসব নিয়ে আর তোয়াক্কা করেন না।এবারের মোহনবাগান রত্ন কেশব দত ও ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার এই পুরস্কার নিতে যেতে পারছেন না কেশব, শারীরিক সমস্যাই বাধা। যে পা এক সময় মাঠ কাঁপিয়েছে এখন বয়সের কারণে সেই পায়েও সমস্যা। বার্ধক্যজনিত কারণে ভুগছেন অলিম্পিয়ান।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2019 9:37 PM IST

