হিমা দাসের নাম পাঠানো হল খেলরত্নের জন্য

Last Updated:

এই বারের সবচেয়ে তরুণ অ্যাথলিট হিসেবে মনোনীত হল হিমা দাসের নাম

#নয়াদিল্ল: ২০১৮ সালে নয়াদিল্লিতে হিমা দাসের পারফরম্যান্স নজর কেড়েছিল সকলের ৷ সেই সোনার মেয়ের নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য ৷ অসম সরকার তাঁর নাম সুপারিশ করেছে ৷ Photo- File
অসমের ক্রীড়া সচিব দুলাল চন্দ্র দাস ক্রীড়ামন্ত্রকের কাছে ৫ জুন নিজেদের মনোনয়ন পাঠান ৷ অসমে ধিঙ্গ গ্রামের বাসিন্দা ২০ বছরের হিমা মনোনীত হওয়া সবচেয়ে তরুণ ক্রীড়াবিদ ৷
ফিনল্যান্ডে ২০১৮ সালে অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব খেতাব জেতা ভারতের প্রথম অ্যাথলিট ৷ হিমা ছাড়াও নীরজ চোপড়া, বিনেশ ফোগট, মনিকা বাত্রা, রাণী  রামপালের নাম এই সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য পাঠানো হয়েছে ৷ এদিকে ক্রিকেটারদের মধ্যে থেকে নাম মনোনীত হয়েছে রোহিত শর্মার ৷
advertisement
advertisement
হিমা দাস  অনুর্ধ্ব ২০ বিশ্ব খেতাবের পাশাপাশি জাকার্তা এশিয়াডে ৪০০ মিটারে রৌপ্য পদক পান ৷ ৪ ইন্টু ৪০০ মিটার রিলেতে সোনাও পেয়েছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হিমা দাসের নাম পাঠানো হল খেলরত্নের জন্য
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement