#নিউইয়র্ক: জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যামেই আলোড়ন ফেলে দিয়েছেন সুমিত নাগাল ৷ কিংবদন্তী রজার ফেডেরারের বিরুদ্ধে ইউ এস ওপেনের ম্যাচে হারলেও তাঁর লড়াই সবার প্রশংসা কুড়িয়ে নিতে সফল ৷ দু’ঘণ্টা ৫০ মিনিটের লড়াইয়ের পর অবশেষে ফেডেরারের কাছে ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬ সেটে হার মানেন নাগাল ৷
ভারতের এই তরুণ টেনিস খেলোয়াড়ের খেলায় মুগ্ধ ফেডেরারও ৷ ম্যাচ শেষে সুমিতের প্রশংসা করে তিনি বলেন, ‘‘ এই ছেলে অনেক দূর যাবে ৷ ওর ভবিষ্যত উজ্জ্বল ৷ কোর্টে কী করতে হবে, সে সম্পর্কে খুব ভাল ধারণা আছে নাগালের ৷ ’’
টিভির সঞ্চালক ম্যাচ শেষে এদিন মজা করে ফেডেরারকে প্রশ্ন করেন, প্রথম সেট হারের পর নাগালকে কি ‘নাদাল’ মনে হচ্ছিল ? উত্তরে অবশ্য ফেডেরার জানান, ‘‘ না আমার এমন কখনই মনে হয়নি ৷ তবে এটা আপনাদের বা সোশ্যাল মিডিয়ার মনে হতেই পারে ৷ ’’
আরও দেখুন-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Roger Federer, Sumit Nagal, US Open 2019