হোম /খবর /খেলা /
‘এই ছেলেটার ভবিষ্যত উজ্জ্বল...’ সুমিত নাগালের প্রশংসায় ফেডেরার

‘এই ছেলেটার ভবিষ্যত উজ্জ্বল...’ সুমিত নাগালের প্রশংসায় ফেডেরার

Roger Federer and Sumit Nagal shake hands after their match in the first round of the 2019 US Open. (Photo: Reuters)

Roger Federer and Sumit Nagal shake hands after their match in the first round of the 2019 US Open. (Photo: Reuters)

  • Last Updated :
  • Share this:

    #নিউইয়র্ক: জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যামেই আলোড়ন ফেলে দিয়েছেন সুমিত নাগাল ৷ কিংবদন্তী রজার ফেডেরারের বিরুদ্ধে ইউ এস ওপেনের ম্যাচে হারলেও তাঁর লড়াই সবার প্রশংসা কুড়িয়ে নিতে সফল ৷ দু’ঘণ্টা ৫০ মিনিটের লড়াইয়ের পর অবশেষে ফেডেরারের কাছে ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬ সেটে হার মানেন নাগাল ৷

    ভারতের এই তরুণ টেনিস খেলোয়াড়ের খেলায় মুগ্ধ ফেডেরারও ৷ ম্যাচ শেষে সুমিতের প্রশংসা করে তিনি বলেন, ‘‘ এই ছেলে অনেক দূর যাবে ৷ ওর ভবিষ্যত উজ্জ্বল ৷ কোর্টে কী করতে হবে, সে সম্পর্কে খুব ভাল ধারণা আছে নাগালের ৷ ’’

    টিভির সঞ্চালক ম্যাচ শেষে এদিন মজা করে ফেডেরারকে প্রশ্ন করেন, প্রথম সেট হারের পর নাগালকে কি ‘নাদাল’ মনে হচ্ছিল ? উত্তরে অবশ্য ফেডেরার জানান, ‘‘ না আমার এমন কখনই মনে হয়নি ৷ তবে এটা আপনাদের বা সোশ্যাল মিডিয়ার মনে হতেই পারে ৷ ’’

    আরও দেখুন-

    First published:

    Tags: Roger Federer, Sumit Nagal, US Open 2019