Happy Birthday , ৩৮ এ একইরকম তেজি Mary Kom
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিকে ১৪ জনের দল নিয়ে মেরিকম Boxam International Tournament খেলতে স্পেনে পাড়ি দিয়েছেন জন্মদিনের ঠিক আগের দিন৷
#নয়াদিল্লি: মেরি কম তাঁর নাম, তাঁকে আরও একটি নামেও তাঁর ফ্যানরা চেনেন, সেটা হল ‘Magnificent Mary'৷ নিজের স্বপ্ন ছুঁতে গেলে ঠিক কী করা উচিত তা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন মেরি কম৷ মেরি কমের জন্মের সরকারি তারিখ ১৯৮৩-র ১ মার্চ৷ একবার রিংয়ের আসা নয় বারবার কামব্যাক করেছেন ম্যাগনিফিসেন্ট মেরি৷ নিজের কেরিয়ার শুরু করার পর দুই সন্তানের মা হন তিনি৷ জন্ম দেন যমজ সন্তানের৷ আজ তাঁর ৩৮ তম জন্মদিন৷ শুধু কেরিয়ারে ফিরে এসেই তিনি ক্ষান্ত হননি৷ তিনি একাধিক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন৷

তিনি এশিয়ান অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন হন রেকর্ড ৬ বার৷
advertisement
মেরিকম প্রথম মহিলা বক্সার সোনা জেতেন ২০১৪ -র এশিয়ান গেমসে৷
মেরিকম প্রথম মহিলা বক্সার যিনি ২০১৮ তে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন৷
মেরিকম একমাত্র মহিলা বক্সার যিনি ২০১২তে অলিম্পিক্সের মঞ্চে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন৷ তিনি ৫১ কেজির ফ্লাইওয়েট ক্যাটাগরিতে লড়েছিলেন৷
advertisement
মেরি কম বক্সিংয়ের প্রথমবারে ২০০১ সালে রুপো জিতেছিলেন এবং এরপর পাঁচবার ২০০২,২০০৫, ২০০৬, ২০০৮,২০১০ এ সোনা জিতেছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2021 12:55 PM IST