Gatorade India-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হিমা দাস
Last Updated:
#কলকাতা: দেশকে একের পর এক সোনা এনে দেওয়ার হিমা দাস এবার বিশ্ববিখ্যাত স্পোর্টস হাইড্রেশন ড্রিঙ্ক সংস্থার সঙ্গে যুক্ত হলেন ৷ গ্যাটোরেড ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে হিমাকেই বেছে নিয়েছে সংস্থা ৷ এর আগে ভারতে এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন পিভি সিন্ধু এবং নীরজ চোপড়া ৷ সেই তালিকায় এবার যুক্ত হলেন হিমা দাসও ৷
When you run, you set a nation’s pulses racing. Welcome to Gatorade @HimaDas8. Here’s to breaking old records, and making new ones. Nothing beats Hima. #NothingBeatsGatorade pic.twitter.com/MHKbGRWJdG
— Gatorade India (@GatoradeIndia) September 12, 2019
advertisement
ভারতীয় স্প্রিন্টারের সম্মানে সংস্থার স্লোগান, ‘‘ Nothing Beats Hima. Nothing Beats Gatorade ৷ ’’ অ্যাথলিটদের ‘হাইড্রেটেড’ রাখতে গত ৩০ বছর ধরেই কাজ করে আসছে গ্যাটোরেড ৷ হিমাকে সংস্থার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করতে পেরে খুশি গ্যাটোরেড ইন্ডিয়া ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2019 5:27 PM IST