মহম্মদ আলিকে হারিয়েছিলেন, তবে ক্যান্সারকে হারাতে পারলেন না, প্রয়াত স্পিঙ্কস

Last Updated:

দেখে নিন সেই ভিডিও যেখানে মহম্মদ আলিকে হারিয়েছিলেন ...

#লাস ভেগাস: লিঁও স্পিনক্স যিনি অলিম্পিক্সে সোনার পদক জিতেছিলেন, যিনি মহম্মদ আলিকে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ কিন্তু ক্যান্সার যুদ্ধে লড়াই জিততে পারলেন না৷ ৬৭ বছর বয়সে তিনি মারা গেলেন৷ অষ্টম প্রো ফাইটেই মহম্মদ আলিকে হারানো বক্সার৷
স্পিঙ্কস নিজের শেষ জীবনে লাস ভেগাসে কাটাচ্ছিলেন৷ শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়৷ পাবলিক রিলেশন ফার্ম একটি রিলিজ দিয়েছিল৷ তাঁর প্রস্টেট ক্যান্সার ও আরও নানা ক্যান্সার আক্রান্ত হয়েছিল৷
তাঁর স্ত্রী ব্রেন্ডা গ্লুর স্পিঙ্কস ও তাঁর কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্য মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন৷ সকলের প্রিয় হেভিওয়েট বক্সারের অসম্ভব মদে আসক্তি ছিল৷  ১৯৭৮ সালে ১২ রাউন্ড লড়াইয়ের পর তিনি মহম্মদ আলিকে হারিয়ে খেতাব জিতেছিলেন৷ সেই সময় তিনি অবাছাই ছিলেন৷ আলি সহজ প্রতিপক্ষ হিসেবে স্পিঙ্কসকে বেছেছিলেন৷
advertisement
advertisement
গোটা লড়াইতে চিরাচরিত নিয়ম মেনে না খেলে মহম্মদ আলির বিরুদ্ধে আপারহ্যান্ড নিয়েছিলেন স্পিঙ্কস৷ এর সাত মাস পর ফের এই দুই প্রতিপক্ষ লড়াইতে নামেন৷ মহম্মদ আলি ৭২ হাজার দর্শকের উপস্থিতিতে লডা়ইতে সম্মত হন৷ আর জাতীয় টেলিভিশনে এর সম্প্রচার দেখেছিল ৯ কোটি মানুষ৷
advertisement
তবে যে সময়ে এই লড়াই হয়েছিল মহম্মদ আলি ততদিনে তারকা আর স্পিঙ্কস কোনও ‘দরের’ প্রতিদ্বন্দ্বীই ছিলেন না৷ সেই নিউ অরলিয়ান্সের ম্যাচে স্পিঙ্কস জিততে পারেননি৷ এরপর ১৯৮১ সালে তাঁরা ফের একবার মুখোমুখি হন কিন্তু তৃতীয় রাউন্ডেই ম্যাচে থেমে যান৷ ১৯৯০ -র মধ্যে অবধি তিনি রিংয়ে নামতেন৷ তিনি কেরিয়ার শেষ করেন ২৬-১৭-৩ ফলাফলে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মহম্মদ আলিকে হারিয়েছিলেন, তবে ক্যান্সারকে হারাতে পারলেন না, প্রয়াত স্পিঙ্কস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement