Fact Check: নীরজকে আইডল বলে পাকিস্তানের আরশাদ ডিলিট করলেন ট্যুইট, আদৌ কি খবরটা সত্যি ?
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
যে অ্যাকাউন্ট থেকে ট্যুইটটি করা হয়েছিল সেই অ্যাকাউন্টটি আসলে নাদিমের নয় ৷ ওটা ভুয়ো অ্যাকাউন্ট ৷
নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয়ের দিনেই ট্যুইট করে তাঁকে নিজের আইডল বলেছিলেন পাকিস্তানের অ্যাথলিট আরশাদ নাদিম ৷ তিনিও নীরজের সঙ্গে ওই একই ইভেন্টে অংশ নিয়েছিলেন ৷ কিন্তু কোনও পদক জিততে পারেননি তিনি ৷ তবে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ট্যুইটার থেকে তা মুছে দেন নাদিম ৷ তা নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র ৷ কেন তিনি নিজের ট্যুইট ডিলিট করলেন, তা নিয়েও নানা কথা হয় ৷ কিন্তু পরে জানা যায় ওই ঘটনা পুরোপুরি ফেক ৷ যে অ্যাকাউন্ট থেকে ট্যুইটটি করা হয়েছিল সেই অ্যাকাউন্টটি আসলে নাদিমের নয় ৷ ওটা ভুয়ো অ্যাকাউন্ট ৷ ২০১৮ এশিয়ান গেমসে এই দুই অ্যাথলিটই পোডিয়াম ফিনিশ করেছিলেন ৷ তাঁদের দু’জনের হাত মেলানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় ৷ কিন্তু এবার যে কোনও ট্যুইট করেননি নাদিম, তা ফ্যাক্ট চেকের পরেই নিশ্চিত হওয়া গিয়েছে ৷
ভুয়ো ট্যুইটনীরজ এবং নাদিম দু'জনের মধ্যেই সম্পর্ক বেশ ভাল ৷ এশিয়ান গেমসে দুই অ্যাথলিটকে করমর্দন করতেও দেখা যায়। টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানেও দেখা হয় নীরজ এবং আরশাদ নাদিমের। দু'জনকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2021 12:32 AM IST

