• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • OTHER SPORTS DHING EXPRESS HIMA DAS FAILS TO QUALIFY FOR OLYMPICS BY SPLIT SECONDS SS

Hima Das fails to qualify for Olympics: কোয়ালিফাইং পর্বে স্বপ্নভঙ্গ হিমার, টোকিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না ‘ঢিং এক্সপ্রেস’-এর !

File Photo

Hima Das fails to qualify: ইন্ডিয়ান গ্রাঁ প্রি অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার ট্র্যাক ইভেন্টে জোড়া সোনা জিতলেও কোনও লাভ হল না হিমার ৷ রেসে নির্ধারিত সময় করতে পারলেন না তিনি ৷

 • Share this:

  গুয়াহাটি: পাতিয়ালা অ্যাথলেটিক্স মিটে সোনা পেলেন অসমের নামী স্প্রিন্টার হিমা দাস ৷ কিন্তু যে সময় করলে তাঁর টোকিও অলিম্পিকে যাওয়া নিশ্চিত হতো, তা তিনি করতে পারেননি ৷ এর ফলে টোকিওয়ে যাওয়া হচ্ছে না ‘ঢিং এক্সপ্রেস’-এর ৷ দৌড়ে ২২.৮০ সেকেন্ডের সময় করতে ব্যর্থ হিমা ৷ তাই অলিম্পিক যাত্রা আর হচ্ছে না হিমার ৷ ইন্ডিয়ান গ্রাঁ প্রি অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার ট্র্যাক ইভেন্টে জোড়া সোনা জিতলেও কোনও লাভ হল না হিমার ৷ রেসে নির্ধারিত সময় করতে পারলেন না তিনি ৷

  সম্প্রতি ফেডারেশন কাপ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তামিলনাডুর ধনলক্ষ্মীকে ২০০ মিটার রেসে হারান হিমা ৷ ওই ইভেন্টে ২৩.২১ সেকেন্ড সময় করেন তিনি ৷ অন্যদিকে ধনলক্ষ্মী করেন ২৩.৩৯ সেকেন্ড ৷ কিন্তু রেসে জিতেও কোনও লাভ হল না হিমার ৷ কারণ অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ২২.৮০ সেকেন্ড সময়ের মার্ক ৷ তামিলনাডুর আরেক স্প্রিন্টার অর্চনা এস সুসে করেন ২৩.৬০ সেকেন্ড সময় ৷

  হিমা যোগ্যতামান না পেরোলেও দেশের আরেক নামী অ্যাথলিট দ্যুতি চাঁদ পাতিয়ালা মিটে ১০০ মিটারে সোনা জিতেছেন ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: