#হায়দরাবাদ: কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ব্যাডমিন্টনে সোনা ও রুপো জেতায় শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে ছন্দ্রশেখর রাও সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধুকে সম্বর্ধনা দিলেন ৷ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে করা হয়েছিল হায়দরাবাদের প্রগতি ভবনে ৷
আরও পড়ুন কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেই এই তারকা
সাইনা সোনার পদক নিশ্চিত করাতেই সিন্ধুকে রুপো নিয়েই সন্তুষ্ট করতে হয় ৷ সাইনাই প্রথম ভারতীয় মহিলা যিনি প্রথমবার দেশের হয়ে ব্যাডমিন্টনে সোনার পদক পেয়েছেন, সঙ্গে কমনওয়েলথে ভারতীয় ব্যাডমিন্টন দলকে উদ্বুদ্ধ করেন ৷
আরও পড়ুন ওষুধের ভুল প্রয়োগ জীবজন্তুর পরিবর্তে মানুষের ওপর, অসুস্থরা হাসপাতালে ভর্তি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Commonwealth Games 2018, CWG 2018, Gold Coast, K Chandrasekhar Rao, Pv sindhu, Saina Nehwal