তিনবার ভারতকে সোনা এনে দিয়েছিলেন!‌ প্রয়াত হলেন প্রবাদপ্রতিম হকি খেলোয়াড়

Last Updated:

বলবীর সিং ভারতের একমাত্র প্রতিনিধি যাঁকে অলিম্পিক কমিটি সেরা ১৬ লেজেন্ডের তালিকায় স্থান করে দিয়েছে

#‌চণ্ডীগড়:‌ প্রয়াত হলেন প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং (‌সিনিয়র)‌। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দু’‌সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ছ’‌টায় তাঁর মৃত্যু হয়েছে, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মোহালির ফর্টিস হাসপাতালের ডিরেক্টর অভিজিৎ সিং জানিয়েছেন, আজ ভোরেই বলবীর সিংয়ের মৃত্যু হয়েছে। তিনি রেখে গিয়েছেন, তাঁর মেয়ে ও তিন ছেলেকে। শরীরে প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলবীর। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল বলেও জানিয়েছে হাসপাতাল। গত ১৮ মে থেকে তিনি সেমি কোমাটোজ অবস্থায় ছিলেন। তারপরেই তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
বলবীর সিং ভারতের একমাত্র প্রতিনিধি যাঁকে অলিম্পিক কমিটি সেরা ১৬ লেজেন্ডের তালিকায় স্থান করে দিয়েছে। আধুনিক অলিম্পিকের ইতিহাসে তিনি এক বি‌স্ময়। অলিম্পিকে পুরুষদের হকির ফাইনালে একজন খেলোয়াড় হিসাবে তিনি তৈরি করেছিলেন সর্বোচ্চ গোলের রেকর্ড। যা আজও কেউ ভাঙতে পারেনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
তিনবার ভারতকে সোনা এনে দিয়েছিলেন!‌ প্রয়াত হলেন প্রবাদপ্রতিম হকি খেলোয়াড়
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement