Bajrang Punia|| সোনার স্বপ্ন দেখা বজরঙ্গ পুনিয়ার Tokyo Olympics 2020 তে জয় দিয়ে শুরু

Last Updated:

কোয়ার্টারে বজরং পুনিয়া৷

#টোকিও:হোয়াটসঅ্যাপের ছবিতে তার অলিম্পিকের রেপ্লিকা স্বর্ণপদক, পুনিয়া বিশ্বাস করেন লক্ষ্য থেকে কখনও চোখ সরাতে নেই; তাই ২০১৭ সাল থেকে প্রোফাইলে তার লক্ষ্য স্বর্ণপদকের ছবি। ২০২১ অলিম্পিকে কুস্তির ম্যাটে নেমে কোনও ভুলচুক করলেন না৷ হাড্ডাহাড্ডি লড়াই করে তিনি প্রথম রাউন্ডে হারালেন কিরঘিজস্তানের E Akmatalievকে৷ খেলার ফল ৩-৩ হলে দ্বিতীয় রাউন্ডে সরাসরি পয়েন্ট থাকায় তিনি কোয়ার্টারে পৌঁছন৷
advertisement
advertisement
খুব কম কথার মানুষ বজরং, গত চার বছর ধরে অলিম্পিক পদকের জন্য প্রচন্ড প্রশিক্ষণ এবং পরিশ্রম করছেন। কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বা কার সাথে অনুশীলন করবেন, কোথায় প্রশিক্ষণ করবেন সমস্ত সিদ্ধান্তই নিত অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য মাথায় রেখে।
দেশেরও তার কাছ থেকে প্রত্যাশা রয়েছে, আর কেনই বা থাকবে না! গত চার বছরে, বজরঙ্গ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে (২০১৮ সালে উভয়) স্বর্ণ জিতেছে; দুটি স্বর্ণপদক (২০১৭, ২০১৯) এছাড়াও তার ঝুলিতে রয়েছে দুটি রৌপ্য (২০২০, ২০২১) এবং একটি ব্রোঞ্জ (২০১৮) এশিয়ান চ্যাম্পিয়নশিপে; এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য (২০১৮) এবং একটি ব্রোঞ্জ (২০১৯)।
advertisement
বিভিন্ন আন্তর্জাতিক রেসলিং টুর্নামেন্টে শীর্ষস্থানীয় পজিশনের আধিক্যও অর্জন করেছেন তিনি। ৬৫ কেজির বিভাগে তিনি বিশ্বের ২য় এই মুহূর্তে। তবে অলিম্পিকে ৬৫ কেজির গ্রুপ টা মারাত্মক কঠিন, গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। তাবড় তাবর সমস্ত কুস্তিগীর একই গ্রুপের মধ্যে পড়ে গেছে। তার গ্রুপে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার গাজিমুরাদ রসিদোভ এবং ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের তাকুতো ওতোগুড়ো যিনি বজরং পুনিয়ার বিরুদ্ধে দুবার নেমেছেন এবং দুবারই জিতেছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Bajrang Punia|| সোনার স্বপ্ন দেখা বজরঙ্গ পুনিয়ার Tokyo Olympics 2020 তে জয় দিয়ে শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement