Asian Games 2018: লক্ষ্য টোকিও অলিম্পিক, স্বপ্ন-বুকে জাকার্তায় ভারতের হকি

Last Updated:

এশিয়ান গেমস-এ পদক দিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ফের প্রথমের দিকে চলে যাবেন বলেও আশাবাদী মহিলা হকি দলের নেত্রী৷

#নয়াদিল্লি: পাখির চোখ ২০২০ টোকিও অলিম্পিক্স৷ দেশবাসীর একরাশ আশা-স্বপ্ন নিয়ে এশিয়ান গেমস-এর জন্য জাকার্তা রওনা হল ভারতের পরুষ ও মহিলা হকি দল৷ মঙ্গলবার জাকার্তা যাওয়ার আগে ভারতের মহিলা হকি দলের ক্যাপ্টেন রানির কথায়, 'উইমেনস ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর একটা শক্তিশালী দল এশিয়ান গেমস খলেত যাচ্ছে৷ আমরা আত্মবিশ্বাসের তুঙ্গে৷'
এশিয়ান গেমস-এ পদক দিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ফের প্রথমের দিকে চলে যাবেন বলেও আশাবাদী মহিলা হকি দলের নেত্রী৷ ভারতের মহিলা হকিদল কোরিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে খেলবে পুল বি-তে৷ সেমি ফাইনালে পৌঁছতে তাঁদের পুলের প্রথম দুয়ে থাকতেই হবে৷
অন্যদিকে পুরুষ হকি দলের অধিনায়ক পি আর শ্রীজেশ জানালেন, দারুণ প্র্যাক্টিস সেশন হয়েছে৷ এশিয়ান গেমস-এ হকিতে ভালো ফল করবে ভারত৷ তাঁর কথায়, 'আমরা বাংলাদেশ, কোরিয়া ও নিউ জিল্যান্ডের সঙ্গে প্র্যাক্টিস ম্যাচে ভালো খেলেছি৷ তাই এশিয়ান গেমস-এ দারুণ খেলবো৷'
advertisement
advertisement
পুরুষ বিভাগে হকিতে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা, হংকং ও চিন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2018: লক্ষ্য টোকিও অলিম্পিক, স্বপ্ন-বুকে জাকার্তায় ভারতের হকি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement