Tokyo olympics 2020 Live Updates: অলিম্পিক্সে সোনাজয়ীকে হারিয়ে তিরন্দাজির প্রি-কোয়ার্টারে অতনু দাস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ডের শুট-অফে অতনু কোরিয়ার ওহ জিনহিয়েককে হারালেন।
#টোকিও: চোখে চোখ রেখে লড়াই যাকে বলে! টোকিও অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিরন্দাজ অতনু দাস। তাও অলিম্পিক্সে দুবারের সোনাজয়ী ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে। প্রথম রাউন্ডে চাইনিজ তাইপের ইউ-চেং ডেংয়ের বিরুদ্ধে সেয়ানে-সেয়ানে লড়াই করেছিলেন বাংলার অতনু। দ্বিতীয় রাউন্ডেও অতনু বুঝিয়ে দিলেন, তিনি পদক জয়ের অন্যতম দাবিদার। দ্বিতীয় রাউন্ডের শুট-অফে অতনু কোরিয়ার ওহ জিনহিয়েককে হারালেন। দুজনেই লড়লেন সমান তালে। রুদ্ধশ্বাস ম্যাচ বললেও হয়তো কম বলা হবে।
ইতিমধ্যে টোকিও অলিম্পিক্সে সোনার পদক জিতে ফেলেছেন কোরিয়ার তিরন্দাজ জিনহিয়েক। দলগত বিভাগে সোনা জিতেছেন তিনি। তার আগে লন্ডন অলিম্পিক্সেও তিনি সোনা জিতেছিলেন। বিশ্ব তিরন্দাজিতে অন্যতম সেরা তারকা হিসাবে ধরা হয় তাঁকে। এমন একজন তারকাকে হারিয়ে অতনু তাক লাগিয়ে দিলেন এদিন। ৫ সেট খেলা হওয়ার পরও ম্যাচ ছিল ৫-৫ সেট-পয়েন্টে। এর পর শুট-অফের প্রথম শটে অতনু পান ১০ পয়েন্ট। অর্থাত্ পারফেক্ট টেন। কিন্তু জিনহিয়েক ৯ পয়েন্ট স্কোর করেন। শুট-অফে জিনহিয়েককে স্তম্ভিত করে দেন অতনু।
advertisement
#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 29, 2021
Men's Individual 1/32 Eliminations Results
Archer @ArcherAtanu progresses into Round 2 with a thrilling 6-4 win over Yu-Cheng Deng of Chinese Taipei. #WayToGo champ! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/dhMuoCdDb7
advertisement
advertisement
#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 29, 2021
Men's Individual 1/16 Eliminations Results
Unbelievable shoot-off by archer @ArcherAtanu to hit a 10 to advance. Stuns former Olympic & World Champion Oh Jinhyek of South Korea. Bravoo champ!! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/p6lp2Jcf9S
advertisement
প্রি-কোয়ার্টার ফাইনালে এবার অতনুর প্রতিপক্ষ জাপানের তাকাহারু ফুরুকাওয়া। বলাবাহুল্য জাপানের এই তারকা তিরন্দাজ কঠিন প্রতিপক্ষ। তবে অতনু ফর্মে রয়েছেন। পর পর দু'টি রাউন্ডে অসাধারণ পারফর্ম করেছেন অতনু। ফলে এবার তিরন্দাজিতে তাঁর থেকে পদক জয়ের আশা করলেও ভুল হবে না। তবে এখনও কিছুটা পথ চলা বাকি অতনুর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 10:00 AM IST

