corona virus btn
corona virus btn
Loading

কত রক্ত জল করা পরিশ্রমে সোনা জিতেছেন পিভি সিন্ধু, দেখে নিন হাড় ভাঙা খাটুনির ভাইরাল ভিডিও

কত রক্ত জল করা পরিশ্রমে সোনা জিতেছেন পিভি সিন্ধু, দেখে নিন হাড় ভাঙা খাটুনির ভাইরাল ভিডিও
Photo- File

সোনার মেয়ের সোনা জয়ের পথ ছিল বড়ই কঠিন

  • Share this:

#নয়াদিল্লি : পিভি সিন্ধু এখন বিশ্ব চ্যাম্পিয়ন ৷ চোকার্সের তকমা মুছে দিয়ে সোনার মেয়ে পিভি সিন্ধু ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি ৷ প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি ৷ তবে জানেন কি ঠিক কী প্রচন্ড পরিশ্রমের ফসল এই সোনার মেডেল ৷

মহীন্দ্রা পিভি সিন্ধুর একটি ট্রেনিং সেশনের যে ভিডিও পোস্ট করেছেন তাতে চমকে গেছেন  তিনি ৷ চমকে যাবেন আপনি যদি এই পোস্ট দেখেন ৷ আনন্দ মহীন্দ্রা নিজে লিখেছেন , ‘‘পাশবিক , আমি এই ভিডিও দেখে ক্লান্ত হয়ে গেছি ৷ আর কোনও রহস্য নেই কী করে পিভি সিন্ধু চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ নতুন প্রজন্ম এটা দেখুন এবং নিজেদের তৈরি করুন ৷ ’’

দেখুন ভিডিওটি

আরও দেখুন
First published: August 28, 2019, 9:47 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर