নিজের বিয়েতে বলিউডি গানের তালে নেচে কাঁপিয়ে দিলেন আমেরিকান টেনিস তারকা, দেখুন ভিডিও

Last Updated:
#পিটসবার্গ: মঞ্চ কাঁপাচ্ছেন সাদা বিয়ের গাউন পরা একজন ৷ বাদামী চুলের বিদেশিনী মহিলা খুব স্বাভাবিক ছন্দেই পা মেলাচ্ছেন একটি গানের তালে ৷ কিন্তু অদ্ভুতভাবে সেই গানটি কোনও ইংলিশ গান নয় ৷ জনপ্রিয় খাঁটি বলিউডি গান ৷ আর ওই মহিলা আমেরিকান টেনিস তারকা অ্যালিসন রিসকে ৷ যিনি এ বছরই উইম্বলডন কোয়ার্টার ফাইনাল খেলেছেন ৷
সম্প্রতি অ্যালিস বিয়ে করেছেন এক ভারতীয়কে ৷ তাই নিজের বিয়ের আসরে ভারতীয় স্পর্শ থাকুক, এমনটাই চেয়েছিলেন অ্যালিসন ৷ সে কারণেই বলিউডি নাচ শিখেছিলেন মন দিয়ে ৷ আর বিয়ের আসর কাঁপিয়ে দিলেন সেই নাচের তালেই ৷
advertisement
advertisement
অ্যালিসন বিয়ে করেছেন ভারতীয় প্রাক্তন ডেভিসকাপার ও অধিনায়ক আনন্দ অমৃতরাজের ছেলে স্টিফেন অমৃতরাজকে ৷ স্টিফেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অ্যালিসনের ৷ নিজের নাচের ভিডিও নিজেই ট্যুইট করেন অ্যালিসন ৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি ৷ যা দেখে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও অ্যালিসনের নাচের প্রশংসা করেন ৷
advertisement
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে রয়েছেন অ্যালিসন রিসকে। ২০১৯ উইম্বলডনে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টিকে হারিয়ে তিনি তাঁর প্রথম গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিলেন। যদিও তিনি কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান। ফাইনালে সেরেনা হারেন সিমোনা হালেপের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নিজের বিয়েতে বলিউডি গানের তালে নেচে কাঁপিয়ে দিলেন আমেরিকান টেনিস তারকা, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement