Australian Open 2020: বাজিগর ফেডেরার, সেমিফাইনালে লড়াই রজার বনাম জোকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি রজার ফেডেরার বনাম নোভাক জকোভিচ।
#মেলবোর্ন: ফাইনালের আগেই ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি রজার ফেডেরার বনাম নোভাক জকোভিচ। মঙ্গলবার মেলবোর্ন পার্কে সহজ জয় জোকারের। কিন্তু ম্যাচ জিততে ঘাম ঝড়ানোর সঙ্গে মাথাও গরম করতে হল ফেডেরারকে।
বাজিগর ফেডেরার। তৃতীয় রাউন্ড থেকে ঘাম ঝড়াতে হচ্ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। ফেডেরার বনাম স্যান্ডগ্রিন ম্যাচ ঘিরে ঘটনাবহুল হয়ে রইল মঙ্গলবারের মেলবোর্ন পার্ক। তীব্র গরমে ম্যাচ। তারমধ্যেই মাথা গরম ফেডেরারের। বিতর্কে জড়ালেন আম্পায়রের সঙ্গে।
প্রথম সেটে জয়। তারপর পরপর দুটি সেটে হার। সেখান থেকে ফিরে আসার লড়াই। ২০টি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক ম্যাচ বার করলেন ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬, ৬-৩ ফলে।
advertisement
advertisement
বরং অনেক সহজেই সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। মিলস রনিকের বিরুদ্ধে তিন সেটেই ম্যাচ জয় জোকারের। ম্যাচ জিতে কান্না। মন খারার বন্ধু কোবে ব্রায়ান্টের মৃত্যুর খবরে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2020 9:44 PM IST

