#টোকিও: ভারতের মেয়েরা ইতিহাস গড়েছেন৷ হকিতে প্রথমবার মহিলারা সেমিফাইনাল খেলেছেন৷ সেমিফাইনালে হাড্ডাহাড্ডি খেলে ৪-৩ গোলে হেরেছে ভারত৷ তবে ভারতের মেয়েরা হারলেও সকলেই মেয়েদের এই পারফরম্যান্সকে কুর্নিশ করছেন৷ প্রশংসা এসেছে সব মহল থেকে৷
We narrowly missed a medal in Women’s Hockey but this team reflects the spirit of New India- where we give our best and scale new frontiers. More importantly, their success at #Tokyo2020 will motivate young daughters of India to take up Hockey and excel in it. Proud of this team.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
India’s daughters - our determined athletes; we are immensely proud of you!
A giant leap of faith & fighting spirit by our women’s hockey team; a legacy that will inspire us to do even better! You have shown us the way.#Tokyo2020 #TeamIndia pic.twitter.com/XD9Dsqp9So — Anurag Thakur (@ianuragthakur) August 6, 2021
Brilliant Effort girls. You must hold your heads up high for the magnificent effort and the spirit with which you fought. You have been instrumental in making the nation ho crazy for Hockey again @TheHockeyIndia . #IndvsGBR pic.twitter.com/b6RSXbp9rN
— Virender Sehwag (@virendersehwag) August 6, 2021
এদিকে পদক একটুর জন্যে হাতছাড়া হলেও মেয়েদের পারফরম্যান্সকে কুর্নিশ করতে হরিয়ানার মুখ্যমন্ত্রী তিনি ৯ জন হকি কন্যাকে ৫০ লক্ষ টাকা করে দেবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Hockey Team, Tokyo OIympics 2020, Tokyo Olympic 2020, Tokyo Olympics, Tokyo Olympics 2020