বন্ধ করে দেওয়া হোক নয় পিছিয়ে দেওয়া হোক টোকিও অলিম্পিক্স মত ৮০% জাপানি

Last Updated:

রবিবার জাপানের Kyodo News poll-র সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে৷

#টোকিও: জাপানের ৮০ %  মানুষ চাইছেন হয় টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) বাতিল করে দেওয়া হোক নয়তো পিছিয়ে দেওয়া হোক৷ কারণ সম্প্রতি তাদের দেশে করোনা ভাইরাসের কেসে রেকর্ড মাত্রায় সংখ্যাবৃদ্ধি হয়েছে৷  রবিবার জাপানের Kyodo News poll-র সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে৷
সার্ভেতে দেখা গেছে ৩৫.৩ % মানুষ চাইছেন গেমস বাতিল করে দেওয়া হোক৷ আর ৪৪.৮% পিছিয়ে দেওয়ার পক্ষপাতী৷ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা এই অলিম্পিক গেমস৷ বর্তমান সূচি অনুযায়ি ২৩ জুলাই থেকে ৮ অগাস্ট টোকিওতে এই গেমস আয়োজিত হওয়ার কথা৷
 প্রধানমন্ত্রী ইয়োশিডি সুগা গ্রেটার টোকিও রিজিওনে স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন৷ বৃহস্পতিবারই এই ঘোষণা হয়েছে৷ এই এমার্জেন্সি দীর্ঘমেয়াদিও হতে পারে৷ কারণ আরও পাঁচটা দেশের মতো তারাও করোনা ভাইরাসের প্রকোপ দমন করতে ব্যর্থ৷
advertisement
advertisement
সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই সুগা প্রচণ্ড চাপে রয়েছেন৷ কারণ করোনা অতিমারিকে (Coronavirus)  কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চাপে পড়েছেন৷
তাঁর ক্যাবিনেট অনুমোদন কমে গেছে ৯ পয়েন্ট৷ আগে যা ৪১.৩% ছিল ডিসঅ্যাপ্রুভাল রেট তা হয়েছে ৪২.৮% - এটাই Kyodo survey বলছে৷
৭৯ শতাংশ মানুষ বলছে সুগা-র এমার্জেন্সি ডিক্লেয়ারের সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে৷ আর ৬৮ শতাংশ মানুষ মনে করছেন জাপান যেভাবে অতিমারিতে কাজ করেছে তাতে সরকারের পদক্ষেপ ঠিকঠাক ছিল না৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বন্ধ করে দেওয়া হোক নয় পিছিয়ে দেওয়া হোক টোকিও অলিম্পিক্স মত ৮০% জাপানি
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement