কে এল রাহুলের রানের খরা নিয়ে চিন্তার কারণ নেই! বিশ্বকাপে ফাটিয়ে দেবে বলছেন সানি

Last Updated:

KL Rahul will be in top form ahead of T20 World Cup expects Sunil Gavaskar. কে এল রাহুলের রানের খরা নিয়ে চিন্তার কারণ নেই! বিশ্বকাপে ফাটিয়ে দেবে বলছেন সানি

এভাবেই বারবার আউট রাহুল
এভাবেই বারবার আউট রাহুল
#তিরুবন্তপুরম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করলেও কিছু কিছু জায়গায় উন্নতি প্রয়োজন পরিস্কার জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য ছন্দে না থাকলেও কে এল রাহুলকে নিয়ে বেশি কথা খরচ করেননি রোহিত। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি সুনীল গাভাসকার মনে করেন রাহুলের ফর্ম নিয়ে এত চিন্তার কিছু নেই।
তার মনে হয় দলের স্বার্থের কথা মাথায় রেখেই দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মারতে গিয়ে আউট হয়েছিলেন রাহুল। মহালিতে অবশ্য ৫৫ রান করেছিলেন তিনি। তাই রাহুল যে একেবারে সঙ্গে নেই এ কথা মানতে রাজি নন গাভাসকার। তার একটু সময় লাগছে মানিয়ে নিতে। কারণ দীর্ঘদিনের চোট এবং অপারেশন করে রাহুল ফিরেছেন।
advertisement
advertisement
সানি আশাবাদী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সময় নিজের সেরা ফর্মে চলে আসবেন রাহুল। আসলে যত বেশি ম্যাচ খেলবেন তত খুলে যাবে তার খেলা। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুলের জন্য।
মাঝে বিতর্ক হয়েছিল রাহুলকে সরিয়ে রোহিতের সঙ্গে বিরাটকে ওপেনার হিসেবে জুড়ে দেওয়া যায় কিনা। এমনকি রোহিত শর্মা নিজেও জানিয়েছিলেন ওপেনার বিরাট তাদের ভাবনার মধ্যে রয়েছে। তবে রাহুলের পাশে দাঁড়িয়ে ছিলেন গৌতম গম্ভীর।
advertisement
গাভাসকারও মনে করেন রাহুলকে ওপেন থেকে সরালে প্রথম দলের রাখার মানে নেই। কারণ তার হাতে অসম্ভব কিছু শট রয়েছে। পাওয়ার প্লের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অভিজ্ঞতা থেকে রাহুলকে যতটা সম্ভব সোজা ব্যাটে খেলার পরামর্শ দিয়েছেন সানি।
প্রথম দু তিন ওভার একটু সেট হয়ে গেলে তখন আক্রমণাত্মক শট খেললে আউট হওয়ার সম্ভাবনা কমে যায়। এখন দেখার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই উপদেশ মেনে চলেন কিনা রাহুল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কে এল রাহুলের রানের খরা নিয়ে চিন্তার কারণ নেই! বিশ্বকাপে ফাটিয়ে দেবে বলছেন সানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement