ICC World Cup 2023: বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসদের দাপট, ইংরেজদের পর এবার ডাচদেরও উড়িয়ে দিল কিউয়িরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 New Zealand vs Netherlands New Zealand beat Netherlands by 99 runs: প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয়। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ৯৯ রানে। বিশ্বকাপের টানা ২ ম্যাচ দাপটের সঙ্গে জয় পেল নিউজিল্যান্ড। ডাচদের ৯৯ রানে রানে হারিয়ে সহজ জয় পেল গত বিশ্বকাপের রানার্সআপরা।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয়। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ৯৯ রানে। বিশ্বকাপের টানা ২ ম্যাচ দাপটের সঙ্গে জয় পেল নিউজিল্যান্ড। ডাচদের ৯৯ রানে রানে হারিয়ে সহজ জয় পেল গত বিশ্বকাপের রানার্সআপরা। এদিন ব্যাটে-বলে অনবদ্য টিম গেমের উদাহরণ দিল টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। পরপর ২ ম্যাচ ভালভাবে জিতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ব্ল্যাক ক্যাপসরা।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধন্ত নেয় ডাচরা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে কিউয়িরা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন উইল ইয়ং। গত ম্যাচে শতরানকারী রাচীন রবীন্দ্র এদিনও ব্যাট হাতে তার কেরামতি দেখান। খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক টম ল্যাথাম করেন ৫৩ রান। এছাড়া ড্যারিল মিচেল ৪৮, মিচেল স্যান্টনার ৩৬ ও ডেভন কনওয়ে করেন ৩২ রান। দলগত ইনিংসে ভর করেই ৩২২ রানের বড় স্কোর করে নিউজিল্যান্ড।
advertisement
৩২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে একমাত্র কলিন অ্যাকারম্যান একদিক থেকে লড়াই চালিয়ে যান। কিন্তু তাঁকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারেনি। যার ফলে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ অ্যাকারম্যান ৬৯ রানের ইনিংস খেলেন। এছাড়া স্কট এডওয়ার্ডস ছাড়া কোনও ব্যাটারই ৩০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ICC World Cup 2023: রূপ-যৌবনের আগুনে হবেন ঘায়েল! বিশ্বজয়ী ক্রিকেটারের লাস্যময়ী মেয়ে, বলুন তো কে ইনি
শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ৯৯ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে অনবদ্য বোলিং করেন মিচেল স্যান্টনার। একাই ৫টি উইকেট নেন তিনি। এছাড়া ৩টি উইকেট নেন ম্যাট হেনরি ও একটি উইকেট নেন রাচিন রবীন্দ্র। ১৩ তারিখ নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 10:00 PM IST