ICC World Cup 2023 India vs Sri Lanka Live Updates: টস ভাগ্য সাথ দিল না রোহিতের, কেমন হল ভারত-শ্রীলঙ্কা দুই দলের একাদশ, রইল সব আপডেট

Last Updated:

ODI World Cup 2023 India vs Sri Lanka Live Updates Kushal Mendis Won Toss and Decided To bowl first in IND vs SL match in ICC World Cup 2023: বিশ্বকাপের মেগা ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। টানা ৬টি ম্যাচ জিতলেও এখনও সেমি ফাইনালের টিকিট পুরোপুরি পাকা হয়নি টিম ইন্ডিয়ার। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা পাকা করাই লক্ষ্য রোহিত শর্মা-বিরাট কোহলিদের।

মুম্বই: বিশ্বকাপের মেগা ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। টানা ৬টি ম্যাচ জিতলেও এখনও সেমি ফাইনালের টিকিট পুরোপুরি পাকা হয়নি টিম ইন্ডিয়ার। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা পাকা করাই লক্ষ্য রোহিত শর্মা-বিরাট কোহলিদের। অপরদিকে, সেমি ফাইনালে যাওয়া কঠিন হলেও এখনও খাতায়-কলমে আশা রয়েছে শ্রীলঙ্কার। তারজন্য ভারতের বিরুদ্ধে ম্যাচ ডু অর ডাই কুশল মেন্ডিসের দলের।
বড় ম্যাচে টস ভাগ্য সাথ দিল না রোহিত শর্মার। ওয়াংখেড়েতে এমনিতেই যেই দল রান তাড়া করে একটু বেশি সুবিধা পেয়ে থাকে। সেই কারণেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। তবে টস হেরে কোনও আফশোস নেই রোহিতের। কারণ ভারত অধিনায়ক জানান, তিনি প্রথমে ব্যাটিংই করতেন টস জিতলে। এদিনের ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। গত ম্যাচের একাদশই খেলাচ্ছে ভারত।
advertisement
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধ শ্রীলঙ্কার প্রথম একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাউইকরামা, চারিথ আসালঙ্কা, দুশান হেমান্তা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুষমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
advertisement
প্রসঙ্গত, ওয়াংখেড়ে বৃহস্পতিবার নস্টালজিয়ার সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। এই মাঠেই ১২ বছর আগে এমএস ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বজয় করেছিল টিম ইন্ডিয়া। ২০১১-পর ২০২৩। ফের একবার বিশ্বকাপের মঞ্চে সেই একই মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। ২০১১-র দলের মাত্র ২ জন ক্রিকেটারই রয়েছে বর্তমান দলে। তারা হলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যে ভারতীয় দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023 India vs Sri Lanka Live Updates: টস ভাগ্য সাথ দিল না রোহিতের, কেমন হল ভারত-শ্রীলঙ্কা দুই দলের একাদশ, রইল সব আপডেট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement