Sourav Ganguly: এবার বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

ODI World Cup 2023 India vs Pakistan Sourav Ganguly Criticized Babar Azam sTeam for poor batting performance in ICC World Cup 2023: এবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ১৪ তারিখ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন সৌরভ। বাবরদের খেলা দেখে একেবারে হতাশ তিনি। এই পাকিস্তান দল নিয়ে বড় মন্তব্যও করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে গিয়েছে গত ১৪ তারখি। এক তরফা ম্যাচে পাকিস্তানকে ব্যাটে-বলে দুরমুশ করে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ম্যাচের পর কয়েকটা দিন কেটে গেলেও এখনও ভারত-পাক দ্বৈরথ নিয়ে আলোচনার শেষ নেই। পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের সমালোচনা করছে দুই দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা।
এবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ১৪ তারিখ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন সৌরভ। বাবরদের খেলা দেখে একেবারে হতাশ তিনি। এই পাকিস্তান দল নিয়ে বড় মন্তব্যও করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই পাকিস্তান দল তাদর সময়কার দলের থেকে পুরোপুরি আলাদা বলার পাশাপাশি বাবরদের ব্যাটিং লাইনের চাপ সামলানোর একেবারেই ক্ষমতা নেই বলে জানান সৌরভ।
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান ম্যাচ ও বাবরদের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”আমাদের সময়ে পাকিস্তান অন্যরকম দল ছিল। আমরা যে পাকিস্তান দলের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত ছিলাম, সেই দলটা এরকম ছিল না মোটেও। পাকিস্তানের এই টিমটা ব্যাট করতে নেমে চাপ সামলাতেই পারে না”। এমন ব্যাটিং করলে বিশ্বকাপে বাবরদের ঘুড়ে দাঁড়ানো মুশকিল বলেও জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টসে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রান করে আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের ৫ বোলার ২টি করে উইকেট পায়। জবাবে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৫৩ রান করেন শ্রেয়স আইয়ার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: এবার বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement