হোম /খবর /খেলা /
অর্জুন তেন্ডুলকর কি জীবনে আদৌ সাফল্য পাবেন? সংখ্যাতত্ত্ব কী বলছে? জেনে নিন

অর্জুন তেন্ডুলকর কি জীবনে আদৌ সাফল্য পাবেন? সংখ্যাতত্ত্ব কী বলছে? জেনে নিন

পরিবারের ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছেন কীরকমভাবে খাপছাড়া অর্জুন

পরিবারের ছবি পোস্ট করে দেখিয়ে দিয়েছেন কীরকমভাবে খাপছাড়া অর্জুন

Arjun Tendulkar: ভারতীয় সংখ্যা তত্ত্ব অর্জুন তেন্ডুলকরের সাফল্য নিয়ে কী বলছে! জেনে নিন।

  • Share this:

মুম্বই: তারকার জন্ম হয়, নাকি তারকা গড়ে নিতে হয়! ক্রীড়া জগৎ হোক বা শিল্প, এই প্রশ্ন তাড়া করে বেড়ায় যেকোনও ক্ষেত্রে। আর কোনও তারকার সন্তানকে তো এই প্রশ্নের মুখোমুখী দাঁড়াতে হয় আরও বেশি। কারণ সেক্ষেত্রে পূর্বসূরীর সঙ্গে একটা তুলনার প্রসঙ্গ এসেই পড়ে।

অর্জুন তেন্ডুলকরও তেমনই এক চরিত্র, বলা যায় একেবারে তারকা খচিত তাঁর জীবন। পদবী যাঁর তেন্ডুলকর, বাবার নাম সচিন। সেই অর্জুন ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ানস দলে যোগ দিয়েও IPL খেলতে পারেননি। তবে এবছর তাঁকে খেলতে দেখা গিয়েছে, মুম্বইয়ের হয়ে। কেন এমন হল!

আরও পড়ুন- চ্যাম্পিয়ন কোচকেই দায়িত্ব দিল ইস্টবেঙ্গল! সুনীলদের প্রাক্তন হেডমাস্টার এলেন

আসলে অর্জুনের জন্ম তারিখে লুকিয়ে রয়েছে রহস্য, কী বলছে সংখ্যাতত্ত্ব, দেখে নেওয়া যাক।

ভারতীয় সংখ্যা তত্ত্ব অনুযায়ী শুধু অর্জুনের জন্ম তারিখের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বছর IPL-এ তাঁর ডেবিউ করার বিষয়টি। কারণ—

১. অর্জুনের জন্ম ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর। তরুণ এই ক্রিকেটারে সম্পূর্ণ ভাবে সংখ্যা ৬ ও ৭-এর আয়ত্তাধীন।

২. জন্ম সংখ্যা ২৪ হওয়ায় অর্জুন সব সময় নিজের প্রতিভা প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাবেন। যদি তিনি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, যা কিনা সংখ্যা ৭ অর্থাৎ কেতুর দ্বারা নিয়ন্ত্রিত, তবে তাঁর সাফল্য রোখা মুশকিল।

৩. ঠিক এই কারণেই ২০২৩ সালের ১৬ এপ্রিল IPL-এ প্রথম মাঠে নামলেন অর্জুন। কারণ দিনটির মোট হল ৭।

৪. একই ভাবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৩ সালের মানও হল ৭। তাই এই গোটা বছর জুড়েই বহু সুযোগ পাবেন অর্জুন। কারণ এটিই অর্জুনের ডেস্টিনি নম্বর।

৫. এবছর মুম্বই ফ্র্যানচাইজির হয়ে খেলার সময় অর্জুন সম্ভবত তাঁর বোলিং প্রতিভাই বেশি প্রদর্শন করতে পারবেন। ব্যাটিংয়ের তুলনায় বোলিংয়েই সাফল্য আসবে বেশি।

আরও পড়ুন- কেন সচিন তেন্ডুলকরকে 'ক্রিকেটের ঈশ্বর' বলা হয় জানেন? কারণটা শুনলে চমকে যাবেন

৬. বছরের শেষে প্রচুর সুযোগ আসতে পারে তাঁর হাতে। কিন্তু সব সময় নিজের উপর তৈরি হওয়া চাপের কথা মাথায় রাখতে হবে অর্জুনকে। কারণ তাঁর বাবার নাম শচীন রমেশ তেন্ডুলকর। তুলনা হবেই।

৭. তবে নিজের পারফর্ম্যান্স বিশেষত ব্যাটিংয়ের ক্ষেত্রে একটু নজর দিতে হবে। কোনও বিচ্যুতি বা মানসিক অবসাদ আসতে দেওয়া যাবে না।

৮. অর্জুনের শুভ রঙ রয়েছে মুম্বইয়ের জার্সিতে। সেই সঙ্গে রয়েছে সোনালি রঙে লেখা, যা শুভ। অর্জুনের জার্সি নম্বর ৫-ও তাঁর জন্য শুভ।

শুভ রঙ: নীল ও টিল

শুভ সংখ্যা: ৫ ও ৭

শুভ দিন: সোম ও শুক্রবার

দান: মন্দির বা আশ্রমে তিল দান করতে হবে।প্রতিকার: চামড়ার বদলে ধাতব ঘড়ির বেল্ট পরিধান করতে হবে।

Published by:Suman Majumder
First published:

Tags: Arjun Tendulkar, IPL 2023