#মেলবোর্ন: দুনিয়ার এক নম্বর মহিলা টেনিস প্লেয়ার অ্যাশলে বার্টি বুধবার হঠাৎ সকলকে চমকে দিয়ে নিজের অবসরের ঘোষণা (Ashleigh Barty Retires) করেন৷ পেশাদার টেনিস থেকে তিনি মাত্র ২৫ বছর বয়সে বিদায় নিলেন৷ তাঁর এই সিদ্ধান্তে চমকে গেছে গোটা টেনিস দুনিয়া৷ বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের টেনিস থেকে অবসর নেওয়ার (Ashleigh Barty Retires) সিদ্ধান্ত সংক্রান্ত ভিডিও৷ তিনি জানিয়েছেন বৃহস্পতিবার ২৪ মার্চ এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করবেন৷
২৫ বছরের অ্যাশলে বার্টি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও মেসেজ শেয়ার করে লিখেছেন, ‘‘ আজ খুব কঠিন সময় আমার পক্ষে টেনিস থেকে নিজের অবসর গ্রহণের সিদ্ধান্ত খুবই আবেগপ্রবণ একটা বিষয়৷ আমি বুঝতে পারছিলাম না এই খবর কেমন করে জানাব আপনাদের জানাব তাই আমার বন্ধু আমায় সাহায্য করে৷ এই খেলায় আমায় যা যা দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই৷ এই খেলা আমায় গর্বিত করেছে এবং পূর্ণতার অনুভূতি দিয়েছে৷ সবাইকে ধন্যবাদ যাঁরা আমাকে এই পথে সমর্থণ করেছেন৷ আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব যে স্মৃতিগুলি আমরা একসঙ্গে তৈরি করেছি৷’’
আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ২৩ মার্চ, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
দেখে নিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে ৩ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন৷ দেখে নিন সেই ভিডিও বার্তা৷
View this post on Instagram
২৫ বছরের অ্যাশলে বার্টি আরও বলেছেন, ‘‘খেলা থেকে আমি যা কিছু দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ৷’’ ৩ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ার বাসিন্দা৷ তিনি এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন খেতাবও জেতেন৷ বার্টি অস্ট্রেলিয়ান ওপেন, ফেঞ্চ ওপেন এবং উইম্বলডন খেতাব একবার করে জিতেছেন৷ তিনি ২০১৯ সালে ফরাসি ওপেন জিতেছিলেন৷ ২০২১ সালে তিনি উইম্বলডন জেতেন৷ তিনি এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছে৷ অ্যাশলে বার্টি অলিম্পিক্সেও দেশের প্রতিনিধিত্ব করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Retirement, Tennis