Djokovic deported from Australia : শেষ রক্ষা হল না, আইনি লড়াইয়ে হেরে অস্ট্রেলিয়া ছাড়তে হল নোভাক জকোভিচকে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Novak Djokovic deported from Australia. জকোভিচকে দেশ থেকে তাড়িয়েই ছাড়ল অস্ট্রেলিয়া ! ১০ দিনের নাটক শেষ! অস্ট্রেলিয়া ছাড়তে হল জোকারকে
#মেলবোর্ন: অনেকে বলছেন ইংল্যান্ড এবং আমেরিকা যা করতে পারেনি, সেটাই করে দেখাল অস্ট্রেলিয়া। নিয়মের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না সেটা প্রথম থেকেই বলে আসছিল স্কট মরিসন সরকার। সেটাই শেষ পর্যন্ত করে দেখাল অস্ট্রেলিয়ান প্রশাসন। বিশ্বের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ পর্যন্ত রেয়াত পেলেন না। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার শেষ আশাটুকুও নিভে গেল নোভাক জোকোভিচের।
দেশটার ফেডারেল কোর্টের আদেশে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হল বিশ্বের শীর্ষ এই টেনিস তারকাকে। বাতিল করে দেওয়া হল তাঁর ভিসা। আগামীকাল প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে স্বদেশি মিওমির কেচমানোভিচের বিপক্ষে কোর্টে নামার কথা ছিল জোকোভিচের। সেটা আর হচ্ছে না। নিজের শিরোপা রক্ষার সুযোগটা পাচ্ছেন না এই সার্বিয়ান তারকা। আজ শেষবারের মতো আপিল করেছিলেন জোকোভিচ, তাতে লাভ হয়নি।
advertisement
advertisement
নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। গত শুক্রবার দ্বিতীয় দফায় জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তর, এরপর তাঁকে আবার আটক রাখা হয় মেলবোর্নে। অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকে বলছেন, টিকা না নেওয়া জোকোভিচকে অস্ট্রেলিয়ায় থাকতে দিলে সেটি টিকাবিরোধী মানসিকতাকে উৎসাহিত করতে পারে, পাশাপাশি অস্ট্রেলিয়ার সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ দেখা দিতে পারে।
advertisement
Novak Djokovic has left Australia after judges upheld the government's cancellation of his visa and his deportation.
— Sky Sports News (@SkySportsNews) January 16, 2022
হকের সই করা বিবৃতিতে এ-ও বলে দেওয়া আছে, এবার জোকোভিচ আপিল না করলে কিংবা আপিল করেও না জিতলে আগামী তিন বছরে অস্ট্রেলিয়ায় ভিসা পাবেন না তিনি!চূড়ান্ত শুনানিতে জোকোভিচের পরাজয়ের কারণে এখন আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না জোকোভিচ। ভিসা না পেলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন না, যে গ্র্যান্ড স্লাম তাঁকে দুহাত ভরে দিয়েছে সব সময়।
advertisement
নয়বার এই গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। তবুও চেষ্টা করেছিলেন আইনি লড়াই করে যদি ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে কোর্টে নামা যায়। এমনকি সার্বিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত জকোভিচের পাশেই ছিলেন। তবে প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ব্যাপক সমালোচনা করেছিলেন জোকারের।
রাফায়েল নাদাল এবং গ্রিক টেনিস তারকা সিৎসিপাস পর্যন্ত মেনে নিতে পারেননি জকোভিচের ভ্যাকসিন না নিয়ে খেলতে আসার সিদ্ধান্তকে। তাই যা ভবিতব্য তাই হল। রাতের বিমানেই অস্ট্রেলিয়া থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জোকোভিচ।
Location :
First Published :
January 16, 2022 6:34 PM IST