North 24 Parganas News: বয়সে ছোট তো কী হয়েছে? নিউ ব্যারাকপুরের ‘পাওয়ার গার্ল’ কাজাকস্তান থেকে জিতে ফিরলেন সোনা

Last Updated:

North 24 Parganas News: আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্তি দেখিয়ে সোনা জিতে ফিরল জেলার এই "পাওয়ার গাল", জানুন কে তিনি

+
সোনা

সোনা জয়ী প্রতিযোগী

উত্তর ২৪ পরগনা: বাংলার এই ‘পাওয়ার গার্ল’ এর জন্য আজ গর্বিত গোটা জেলা। ১১তম বিশ্ব ভার উত্তোলন ও ইনক্লাইন ব্রেঞ্চ প্রেস চাম্পিয়ান শিপে অংশ নিয়ে ভারতের হয়ে সোনা জয় বনানী বিশ্বাসের। জানা যায় ওসকিমেন কাজাকস্তানে হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলার মেয়ে উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর পুরসভার ২০ নং ওয়ার্ডে পশ্চিম কোদালিয়ার বাসিন্দা বনানী বিশ্বাস।
এদিন সোনা জয় করে এলাকায় ফিরতেই যেন উৎসবের চেহারা নিল বিষরপাড়া কোদালিয়া রেল স্টেশন। ট্রেন থেকে নামতেই বাংলার এই মেয়েকে সংবর্ধিত করা হল এলাকার বিভিন্ন সংস্থা থেকে শুরু করে পরিবারের তরফে। গলায় ফুলের মালা স্মারক সম্মান দিয়ে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন সোনা জয়ী “পাওয়ার গার্ল” বনানী বিশ্বাস। বাংলা থেকে মোট ৬ জন প্রতিনিধিত্ব করেন এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে। চিন, নেপাল, রাশিয়া, তাজিখিস্তান, মঙ্গোলিয়া. পাকিস্তান সহ একাধিক দেশের প্রতিযোগিরা৷
advertisement
—- Polls module would be displayed here —-
advertisement
পাশাপাশি এই একই বিভাগে ৬০ বছরের ঊর্ধ্বে বিধাননগরের অশোক ঘোষও সোনা জয় করেছেন বলেই জানা গিয়েছে। তবে নিউ ব্যারাকপুরের মেয়ে বনানী বিশ্বাসের এই সাফল্যে আজ যেন গর্বিত বাবা ব্রজেন্দ্রনাথ বিশ্বাস মা প্রতিমা বিশ্বাস সহ গোটা বিশ্বাস পরিবার।
advertisement
আগে বাবা কর্মসূত্রে রেলের চাকরির কারণে ওড়িশায় থাকতেন৷  তবে অবসর নেওয়ার পর বর্তমানে নিউ ব্যারাকপুরে মেয়েকে নিয়ে চলে আসেন বিশ্বাস দম্পতি। ছোটবেলা থেকে আকার প্রতি ঝোঁক ছিল মেয়ের। তাঁর হাতের আঁকা ছবি দেখে তাক লেগে যেত সকলের। বিশেষ পুরস্কারও মিলেছে এই আঁকার জন্য।
পরবর্তীতে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে সাঁতারে ভর্তি করা হয় বনানীকে। সেখানেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেয় বনানী। তবে কোভিডের কারণে ছাড়তে হয় সাঁতার। তারপর থেকেই বিধাননগরের শক্তি সংঘ জিমে ভর্তি হয়ে শুরু করেন শরীর চর্চা। প্রথমে বিষয়টি নিয়ে বিশেষ কিছু না ভাবলেও, জিম ট্রেনার বিশ্বজিৎ সাহার বিশেষ প্রশিক্ষনে অল্প দিনের মধ্যেই নজর কাড়ে ছাত্রী বনানী। এরপর বেঙ্গল চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতায় বনানীকে প্রতিযোগী হিসেবে সুযোগ করে দেন কোচ বিশ্বজিৎ সাহা।  সেখানে জেতার পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করিয়েছিলেন নিউ ব্যারাকপুরের মেয়ে বনানী বিশ্বাসকে।
advertisement
ছাত্রীর সোনা জয়ে রীতিমতো গর্বিত কোচ বিশ্বজিৎ বাবুও। সোনা জয়ী এই পাওয়ার গার্ল বনানী জানান, সবকিছুই যেন আজ স্বপ্নের মত লাগছে। কখনই আশা করেননি এতকিছু হয়ে যাবে। তবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তার বার্তা, বাবা মাকে সম্মান করার পাশাপাশি কখনই হেরে গেলে চলবে না। কঠিন লড়াই করে এগিয়ে যাওয়াই আসল জীবন। বাংলার নিউ ব্যারাকপুরের এই ‘পাওয়ার গার্ল’-র জন্য যেন আজ গর্বিত গোটা জেলা।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
North 24 Parganas News: বয়সে ছোট তো কী হয়েছে? নিউ ব্যারাকপুরের ‘পাওয়ার গার্ল’ কাজাকস্তান থেকে জিতে ফিরলেন সোনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement