Gautam Gambhir : 'গম্ভীরের জন্য চাকরি নেই', 'চুনোপুঁটি' দেশও মজা করতে ছাড়ছে না! ভারতীয় ক্রিকেটের এমন দুর্দশা! হারতে হারতে কোণঠাঁসা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir : আইসল্যান্ড ক্রিকেট কখনও বিশ্ব ক্রিকেটকে খোঁচা দেওয়ার সুযোগ পায়নি। এবার ভারতের দুর্দশায় তারাও সুযোগ নিতে ছাড়ল না!
নয়াদিল্লি : আইসল্যান্ড ক্রিকেট কখনও বিশ্ব ক্রিকেটকে খোঁচা দেওয়ার সুযোগ পায়নি। এবার ভারতের দুর্দশায় তারাও সুযোগ নিতে ছাড়ল না! কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ভারতীয় দল একের পর এক ব্যর্থার মুখোমুখি হচ্ছে। এবার ক্রিকেট বিশ্বে চুনোপুঁটি দেশও ভারতের কোচকে ছেড়ে কথা বলছে না!
তারা মজা করে জানাল, গম্ভীরকে আইসল্যান্ডের কোচ হিসেবে আমন্ত্রণ জানানো হবে না। সেই পদটি আগেই পূরণ হয়ে গেছে। তারা এটাও বলছে, ২০২৫ সালে নিজেদের ম্যাচের ৭৫% তারা জিতেছে।
কথাগুলো ছিল ঠাট্টাচ্ছলে। কিন্তু নিশানা মোটেও তা নয়। কটাক্ষ আর ব্যঙ্গই ছিল উদ্দেশ্য। আইসল্যান্ডের এই কটাক্ষ এসেছে এমন এক সময়ে যখন গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া লাল বলে লজ্জার রেকর্ডের সামনে দাঁড়িয়ে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তার দল একের পর এক ধাক্কা খেয়েছে।
advertisement
advertisement
ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ। ১২ বছরে ভারতের প্রথম ঘরোয়া সিরিজ হার, এর পর অস্ট্রেলিয়ায় ১-৩ ব্যবধানে হার। বর্ডার-গাভাস্কার ট্রফিতে হার। সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, টেস্টে ভারতের ফল ১৮ ম্যাচে ৭টি জয়, ৯টি পরাজয় এবং ২টি ড্র; আর বর্তমান দক্ষিণ আফ্রিকা সিরিজেও দল পিছিয়ে রয়েছে।
ব্যর্থতার এই ধারাবাহিকতা জন্ম দিয়েছে একাধিক প্রশ্ন— দল নির্বাচন, পরস্পরবিরোধী বার্তা, এবং অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং পদ্ধতি। গম্ভীরের অধীনে ভারতের লাল-বলে পারফরম্যান্স ক্রমশ খারাপ হচ্ছে।
advertisement
আরও পড়ুন- বিয়ের আগের রাতে হবু বউয়ের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট! সেই মহিলাকে কী প্রস্তাব দেন পলাশ!
আইসল্যান্ডের টুইট নিছক মজা। তবে তাতে যে ভারতীয় ক্রিকেটের পরিস্থিতি নিয়ে শ্লেষ রয়েছে তা স্পষ্ট। গম্ভীর সেই টুইট দেখেছেন কি না বলা মুশকিল। তাই তাঁর উত্তরের আশা আপাতত না করাই ভাল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 3:02 PM IST

