Nita Ambani: অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আশার আলো দেখছেন আইওসি সদস্য নীতা আম্বানি, ৪০ বছর পরে ক্রিকেট ফিরল, উচ্ছ্বাস আর ধরছে না

Last Updated:

সমগ্র বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক মুভমেন্টের জন্য নতুন আগ্রহ এবং সুযোগ আকর্ষণ করার সম্ভাবনা ছিল। এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) সদস্য নীতা মুকেশ আম্বানি।

নীতা আম্বানিই প্রথম ভারতীয় মহিলা, যিনি একজন আইওসি সদস্য পদ লাভ করতে সক্ষম হয়েছেন
নীতা আম্বানিই প্রথম ভারতীয় মহিলা, যিনি একজন আইওসি সদস্য পদ লাভ করতে সক্ষম হয়েছেন
মুম্বই: অলিম্পিক গেমস ২০২৮ অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলেসে। অলিম্পিক গেমসের স্পোর্টস প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হচ্ছে ক্রিকেট। আর এই সংযোজনকে সব দিক থেকে স্বাগত জানানো হচ্ছে। এর মধ্যে সমগ্র বিশ্বের নতুন ভৌগোলিক অঞ্চল জুড়ে অলিম্পিক মুভমেন্টের জন্য নতুন আগ্রহ এবং সুযোগ আকর্ষণ করার সম্ভাবনা ছিল। এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) সদস্য নীতা মুকেশ আম্বানি।
মুম্বইয়ে চলাকালীন ১৪১-তম আইওসি অধিবেশনে ক্রিকেটকে অলিম্পিক গেম হিসেবে অফিসিয়াল ভাবে ঘোষণা করার পরে নীতা আম্বানি বলেন, “লস অ্যাঞ্জেলেস সামার অলিম্পিক্স ২০২৮-এ অলিম্পিক স্পোর্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য আইওসি সদস্যরা ভোট দিয়েছেন। এর জন্য একজন আইওসি সদস্য, একজন গর্বিত ভারতীয় এবং একজন দুর্দান্ত ক্রিকেট ভক্ত হিসেবে আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত!”
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯০০ সালে অলিম্পিকসের আগের এডিশনেই শুধুমাত্র ক্রিকেট ছিল। যেখানে আবার শুধুমাত্র দু’টি দল অংশগ্রহণ করেছিল। নীতা আম্বানির কথায়, “গোটা বিশ্বে ভক্তদের ভালবাসা পাওয়া সেরা খেলাগুলির মধ্যে অন্যতম হল ক্রিকেট। আর এটা দ্বিতীয় সর্বাধিক দেখা খেলাও বটে! প্রায় ১৪০ কোটি ভারতীয়র জন্য ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা ধর্মও!”
advertisement
ভারতের ইতিহাসে দ্বিতীয় বারের জন্য আইওসি অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় চল্লিশ বছর পরে আইওসি ফিরেছে এই দেশে। আর অলিম্পিকসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল খেলাধূলার অন্যতম কেন্দ্রস্থল – ভারতেই। নীতা আম্বানি আরও বলেন যে, “আমাদের দেশের মুম্বইয়ে ১৪১-তম আইওসি অধিবেশনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত পাশ করানো হয়েছে বলে আমি যারপরনাই আনন্দিত!”
advertisement
নীতা মুকেশ আম্বানির আশা, এই ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা তাৎপর্যপূর্ণ ভাবে বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “অলিম্পিকসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ফলে নতুন ভৌগলিক অঞ্চলে অলিম্পিক মুভমেন্টের জন্য গভীর প্রবৃত্তি তৈরি করবে। আর একই সময়ে এটা ক্রিকেটের ক্রমবর্ধমান আন্তর্জাতিক জনপ্রিয়তাও বৃদ্ধি করবে।”
প্রসঙ্গত নীতা আম্বানিই প্রথম ভারতীয় মহিলা, যিনি একজন আইওসি সদস্য পদ লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি অলিম্পিকসে ক্রিকেট অন্তর্ভুক্তির দিনটাকে ভারতের জন্য অত্যন্ত আনন্দের বলেও বর্ণনা করেছেন। সব শেষে নীতা আম্বানি বলেন যে, “এই যুগান্তকারী সিদ্ধান্তকে সমর্থন জানানোর জন্য আমি আইওসি এবং লস অ্যাঞ্জেলেস অর্গানাইজিং কমিটিকে ধন্যবাদ আর অভিনন্দন জানাতে চাই। এটা দারুণ আনন্দ এবং উদযাপনের দিন!”
বাংলা খবর/ খবর/খেলা/
Nita Ambani: অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আশার আলো দেখছেন আইওসি সদস্য নীতা আম্বানি, ৪০ বছর পরে ক্রিকেট ফিরল, উচ্ছ্বাস আর ধরছে না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement