Nita Ambani: 'সাহস ও অদম্য মনোবলের জয়', বিশ্বজয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা নীতা আম্বানির

Last Updated:

Nita Ambani Greets Indian Women s Blind Cricket Team: প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড উইমেন্স টি–টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল।

News18
News18
প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড উইমেন্স টি–টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল। কলম্বোতে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে সাত উইকেটে পরাজিত করে তারা ট্রফি জয় নিশ্চিত করে। এই অসাধারণ সাফল্য দেশের ক্রীড়া ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে এবং সর্বস্তরে তাদের প্রতি প্রশংসা ও গৌরবের স্রোত বয়ে যাচ্ছে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে ভারত নিজেদের শক্তি ও দৃঢ়তা স্পষ্টভাবে তুলে ধরেছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানি দলের এই জয়কে “সাহস, স্থিতিস্থাপকতা ও অদম্য মনোবলের বিজয়” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতের দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল দেখিয়েছে যে সত্যিকারের দৃষ্টি আসে হৃদয় থেকে। তাদের সাফল্য শুধু মাঠে নয়, দেশের অসংখ্য মানুষকে নতুন করে স্বপ্ন দেখার সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। দল ও তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন।
advertisement
advertisement
ফাইনালে নেপালকে ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রানে আটকে দেয় ভারত। জবাবে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই অনবদ্য ব্যাটিং করেন। খুলা শারীর ২৭ বলে অপরাজিত ৪৪ রানের দারুণ ইনিংস উপহার দিয়ে দলকে ১২.১ ওভারে জয় এনে দেন। ৪৭ বল হাতে রেখে ভারতের এ দাপুটে জয় তাদের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোও তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
advertisement
ছয় দলের এই টুর্নামেন্টে ভারত লিগ পর্বে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানকে পরাজিত করে শীর্ষে ওঠে। এরপর সেমিফাইনালে আবারও অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, নেপাল পাকিস্তানকে হারিয়ে শিরোপা লড়াইয়ের টিকিট পায়। দিল্লি, বেঙ্গালুরু এবং শেষে কলম্বোতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ভারতের দৃষ্টিহীন নারী ক্রিকেট দলের উত্থানকে আরও সুদৃঢ় করে, যা দেশজুড়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Nita Ambani: 'সাহস ও অদম্য মনোবলের জয়', বিশ্বজয়ী দৃষ্টিহীন ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা নীতা আম্বানির
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement