Rahul Dravid on India vs New Zealand : হোয়াইটওয়াশ স্বস্তিদায়ক! কিন্তু উত্তেজিত হওয়ার কিছু নেই, বললেন দ্রাবিড়
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
We have our feet on ground says Rahul Dravid. ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানালেন হোয়াইটওয়াশ ভেবে দেখার ক্ষেত্রে স্বস্তিদায়ক। দলের আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে কাজটা কঠিন ছিল।
#কলকাতা: জয়পুরের পর মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতেই সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল। রবিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তিন নম্বর ম্যাচটা ভারতের কাছে কার্যত নিয়ম-রক্ষার ছিল। দুটি পরিবর্তন হয়েছিল দলে। ঈশান কিশান এবং চাহাল। তাতেও দিনের শেষে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। টি টোয়েন্টিতে ৭৩ রানে জয় প্রমাণ করে বিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ দল বলে কথা! সেই নিউজিল্যান্ডকে টি টোয়েন্টিতে ৩-০ মাত দেওয়া সহজ কাজ নয়।
ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানালেন হোয়াইটওয়াশ ভেবে দেখার ক্ষেত্রে স্বস্তিদায়ক। দলের আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে কাজটা কঠিন ছিল। বিশ্বকাপ খেলা দলটা ভারতে এসেই ছয়দিনের বিরতিতে তিনটি ম্যাচ খেলে ফেলল। এটা ওদের পক্ষে সহজ নয়। কিন্তু এটাই আমাদের জয়ের কারণ বলব না। দেখে ভাল লাগছে যে কজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে, প্রত্যেকে সদ্ব্যবহার করার চেষ্টা করেছে। ঈশান ওপেন করে রান করার চেষ্টা করেছে। ভেঙ্কটেশ অলরাউন্ডার হিসেবে অবদান রাখছে।
advertisement
advertisement
T20I series sweep ✅ Over to the Test series, with smiles & some celebrations 😊 Here's what #TeamIndia Head Coach Rahul Dravid has to say. #INDvNZ @Paytm pic.twitter.com/5s4nvQURk8
— BCCI (@BCCI) November 21, 2021
অক্ষর দুরন্ত বল করেছে। চাহাল এবং হর্ষল প্যাটেল লড়াই করেছে। একটা টিম পারফরম্যান্স দেখা যাচ্ছে। একজন কোচ হিসেবে এটাই আমার কাছে স্বস্তিদায়ক বলছেন দ্রাবিড়। তবে সামনে লম্বা রাস্তা পড়ে রয়েছে। আরো কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। ঋতুরাজ, আবেশ খানদের মত প্রতিভাবান তরুণ অপেক্ষা করছে রিজার্ভ বেঞ্চে। রাহুল দ্রাবিড় মনে করেন দলের গ্রাফ শুধু ওপরেই উঠবে না। নিচেও নামবে। এই দল হারের সম্মুখীন হবে। কিন্তু কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে সেটাই ঠিক করে দেবে দলে কাদের জায়গা পাকা হবে।
advertisement
এই দলটা থেকে মাত্র কয়েকজন কানপুরে যাবে টেস্ট খেলতে। তাই সকালে ওঠার জন্য প্রয়োজনীয় বিশ্রাম দরকার। হেড কোচ তাদের অনুরোধ করবেন তাড়াতাড়ি শুয়ে পড়তে। বাকিরা রাতে মজা করতেই পারে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে হেড কোচ হিসেবে নরমে-গরমে ছেলেদের এক ছাতার তলায় আনতে চাইছেন রাহুল দ্রাবিড়। তার কাজ করার স্টাইল বাকিদের থেকে ভিন্ন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2021 12:01 AM IST