Neymar in Al Hilal: আরবি ঘোড়া মরুভূমি কাঁপিয়ে, আকাশ থেকে নেমে এল উল্কা, ২৫০০ কোটির নেইমারের ভিডিও তুমুল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Neymar in Al Hilal: মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষ সরকারি ভাবে নেমারের যোগ দেওয়ার কথা জানিয়েছেন।
রিয়াধ: সৌদি আরবে নেইমার রোনাল্ডো, বেঞ্জিমা, মানে, হেন্ডারসনদের সঙ্গে যোগ হল নেইমারের নাম। মঙ্গলবার নেইমার সরকারি ভাবে যোগ দিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে।
দু’বছরের চুক্তি করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। মোট চুক্তির অঙ্ক ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকা। মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষ সরকারি ভাবে নেমারের যোগ দেওয়ার কথা জানিয়েছেন।
“I am here in Saudi Arabia, i am HILALI 💙”@neymarjr #AlHilal
pic.twitter.com/q7VUhf0FnQ— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 15, 2023
advertisement
advertisement
বিগত ৬ বছর পিএসজিতে কাটিয়েছেন নেইমার। এর আগে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি-তে ফরাসী ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। পিএসজি সৌদি প্রো লিগের ক্লাবে খেলতে নেইমারকে ছাড়পত্র দিয়েছে।
আরও পড়ুন – West Bengal Weather Update: হালকা আর নয়, এবার আকাশ কাঁপিয়ে দামাল বৃষ্টি, ঘূর্ণাবর্তে তোলপাড় বাংলা
advertisement
বিবিসি-র খবর অনুযায়ী ব্রাজিলিয়ান সুপারস্টারকে পেতে পিএসজিকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে হচ্ছে। আর নেইমারের সঙ্গে ২ বছরের চুক্তি আল হিলালের। পরে আরও এক বছর চুক্তি বাড়ানো হতে পারে। জল্পনা ছিল আল হিলালে বার্ষিক ১৬০ মিলিয়ম ইউরো পাবেন নেইমার। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৪৫০ কোটি টাকা। ২ বছরে মোট ৩১০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার৷ কিন্তু জল্পনার টাকার অঙ্ককেও ছাপিয়ে গেল ডিলের টাকা৷ ২৪০০ কোটি টাকার বিশাল প্যাকেজে আরব বেদুইনদের দেশে পৌঁছে গেলেন সাম্বা তারকা৷
advertisement
নেইমারের দল বদলের খবর রীতিমত হইচই ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। শোনা যাচ্ছিল নিজের পুরনো ক্লাব বার্সাতেও ফিরতে পারেন নেইমার। তবে বার্সা কোচ জাভি খুব একটা সম্মতি দেননি। অবশেষে সৌদি পারি দিচ্ছেন নেইমার। ব্রাজিল তারকার সঙ্গে এখন অফিসিয়ালি দুটি কাজই বাকি রয়েছে আল হিলাল কর্তৃপক্ষের। এক নেইমারের স্বাস্থ্য পরীক্ষা ও দুই প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করে সই সেরে ফেলা। তা খুব দ্রুত হয়ে যাবে বলেই খবর। ফলে সৌদি আরবে মেসি-রোনাল্ডো দেখা না হলেও রোনাল্ডো-নেইমার দ্বৈরথ দেখা এখন শুধু সময়ের অপেক্ষা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 7:27 AM IST