Neymar controversy: এবার 'নদী চুরির' অভিযোগ নেইমারের বিরুদ্ধে, শখ পূরণের খেসারত দিতে হতে পারে কঠিন শাস্তি
- Published by:Sudip Paul
Last Updated:
নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে বারবার বিতরিকে জড়িয়েছেন ব্রাজিলের (Brazil) সুপার স্টার (Super Star) ফুটবলার নেইমার জুনিয়র (Neymar Jr)। বাড়ি তৈরি করতে গিয়ে পরিবেশ নষ্ট করায় এর আগেও মোটা টাকা জরিমানা (Money Penalty) দিতে হয়েছিল নেইমারকে।
রিও ডি জেনেইরো: নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের সুপার স্টার ফুটবলার নেইমার জুনিয়র। বাড়ি তৈরি করতে গিয়ে অবৈধ নির্মাণ করায় এর আগেও মোটা টাকা জরিমানা দিতে হয়েছিল নেইমারকে। এবার আরও বড় অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে। নিজের খামার বাড়ির সৌন্দর্য্য বাড়াতে সরকারকে না জানিয়ে নদী কেটে নিয়ে এসে বাড়িতে হ্রদ বানানোর অভিযোগ পিএসজি তারকার বিরুদ্ধে।
ব্রাজিলের রিও ডি জেনেইরোর মাঙ্গারাটিবাতে স্বপ্নের বাড়ি বানাচ্ছেন নেইমার। ১০ হাজার বর্গ কিলোমিটার জায়গার উপর তৈরি হচ্ছে বাড়ি। অভিযোগ, নিজের শখ পুূরণের জন্য নদী কেটে জল নিয়ে এসে সেখানে একটি কৃত্রিম হ্রদ বানিয়েছেন নেইমার। এছাড়া সেই হ্রদের ধারে বাইরে থেকে বালি নিয়ে বিচ বানিয়েছেন। যার জন্য অবৈধ খননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্টের অভিযোগ আনা হয়েছে ব্রাজিলের পরিবেশ মন্ত্রকের তরফ থেকে।
advertisement
advertisement
advertisement
এই বাড়ি তৈরি করতে গিয়ে এর আগেও অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। সেই সময় ৮ কোটি টাকার জরিমানা দিতে হয়েছিল তারকা ফুটবলারকে। কিন্তু এবার সরাসরি পরিবেশ নষ্টের অভিযোগ। ব্রাজিলের আইন অনুযায়ী এর জন্য কঠিন শাস্তিও হতে পারে নেইমারের। কত টাকার জরিমানা করা হবে এবার নেইমারকে তা এখনও ঠিক হয়নি। তদন্ত শেষ হলেই তা নির্ধারণ করা হবে। তবে ‘নদী চুরির’ জন্য গতবারের থেকেও মোটা টাকা জরিমান হতে পারে নৈইমারের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 12:19 PM IST